জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী
Published: 25th, March 2025 GMT
তিন মাসের বেশি সময় কারাভোগের পর তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী কারামুক্ত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এম মাসুম মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তি দেওয়া হয়েছে।”
জানা গেছে, দুটি হত্যা মামলায় জামিন পান শমসের মবিন চৌধুরী। একটি হত্যা মামলায় তিনি জামিন পান হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে।
গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হন।
অবসরপ্রাপ্ত কূটনীতিক শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে ২০১৮ সালে বিকল্প ধারায় যোগ দিয়েছিলেন। শুরুতে সক্রিয় থাকলেও পরে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি।
২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েই তিনি শীর্ষ নেতৃত্বে আসেন।
ঢাকা/মাকসুদ/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শমস র ম ব এনপ
এছাড়াও পড়ুন:
ফ্লো সাইটোমেট্রি: রক্তরোগ চিকিৎসায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
রক্তরোগ নির্ণয় ও চিকিৎসায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্লো সাইটোমেট্রি: মৌলিক থেকে অ্যাডভান্সড’ শীর্ষক দুই দিনের এক কর্মশালা শুক্রবার শেষ হয়েছে। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এ কর্মশালার আয়োজন করে ‘ইয়াং হেমাটোলজিস্টস অব বাংলাদেশ’। এতে অংশ নেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের রক্তরোগবিশেষজ্ঞ অধ্যাপক এনজি হেং জু ও সিংহেলথের আন্তর্জাতিক সহযোগী দপ্তরের পরিচালক বিজয়া রাও।
সমাপনী দিনে অংশগ্রহণকারী তরুণ হেমাটোলজিস্টদের হাতে সনদ তুলে দেন রেনাটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এস কায়সার কবির। তিনি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও বাংলাদেশের তরুণ রক্তরোগবিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কর্মশালার এ আয়োজন ছিল চমৎকার সম্পর্ক তৈরির উৎস। বিশেষ করে এখানে বাংলাদেশের ৮৭ তরুণ রক্তরোগবিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, রেনাটা পিএলসি এ অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার হিসেবে রক্তরোগ গবেষণায় তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে উৎসাহিত করেছে।
বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সায়েন্টিফিক সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, এ কর্মশালার মাধ্যমে তরুণ চিকিৎসকেরা আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সভাপতি আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক মো. আদনান হাসান মাসুদসহ তরুণ হেমাটলজিস্টরা উপস্থিত ছিলেন।