ভুট্টা খেতে উদ্ধার হওয়া সেই নবজাতকের মায়ের সন্ধান মিলল
Published: 25th, March 2025 GMT
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে ভুট্টা খেত থেকে উদ্ধার হওয়া নবজাতকের মায়ের সন্ধান পেয়েছেন স্থানীয়রা। এলাকায় তন্ন তন্ন করে খুঁজে অবশেষে সোমবার রাতে ওই নবজাতকের মায়ের সন্ধান পায় তারা।
জানা যায়, ভুট্রা খেতের পাশে নানা বাড়িতে ভূমিষ্ঠ হয় ওই নবজাতক। তার মায়ের নাম শিল্পী বেগম। সোমবার রাতে নবজাতকের মায়ের সন্ধান পাওয়ার পর এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা এক পর্যায়ে নবজাতকের নানাবাড়ি ভাঙচুর করতে গেলে গণ্যমান্য ব্যক্তিরা তাদের প্রতিরোধ করেন।
স্থানীয়রা জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামের সিরাজ উদ্দীনের মেয়ে শিল্পী বেগমের সঙ্গে ১০ বছর আগে শহরের গোয়ালপাড়া গ্রামের আবু রায়হান নামে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর দুই ছেলে ও এক মেয়ের মা হন শিল্পী বেগম। অভাব অনটনের সংসার চালাতে হিমশিম খেয়ে রায়হান তিন বছর আগে পুরুষ থেকে নিজেকে তৃতীয় লিঙ্গে রূপান্তর করেন। পরে সংসার ফেলে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে থাকতে শুরু করেন তিনি।
এদিকে তিন সন্তান নিয়ে বাসা বাড়িতে কাজ করে জীবন চলে শিল্পী বেগমের। শহরে ভাড়াবাসায় থাকলেও কিছুদিন আগে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে বাবার বাড়িতে আসেন। সোমবার সকালে প্রসব যন্ত্রণায় এক পর্যায়ে ভুট্রার খেতে চলে যান তিনি। সেখানেই কন্যা সন্তান জন্ম দিয়ে নবজাতককে ফেলে বাড়িতে চলে আসেন শিল্পী। পরে ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবজাতককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নবজাতকে মা শিল্পী বেগম বলেন, ‘স্বামী হিজড়া হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তিন সন্তান নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছি। বাবার বাড়িতে আসার পরে হঠাৎ প্রসব ব্যথা উঠলে হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। হাসপাতালে ভর্তি হতে পারলে এত কিছু ঘটতো না। প্রথমে অনেক ভয়ে ছিলাম, সে কারণে বাচ্চা কী করব ভেবে না পেয়ে ভুট্রা খেতে রেখে আসি।’ তিনি বলেন, ‘আমার শিশুকে কেউ নিতে রাজি তলে তাকে দিয়ে দেওয়া হবে।’
স্থানীয় কয়েকজন বলেন, ‘বার বার বলার পরে অবশেষে শিল্পী শিকার করেছেন যে ওই নবজাতক তারই। সে নবজাতককে ভ ফেলে আসে। এর আগে ২০ হাজার টাকার বিনিময়ে সে এক শিশু বিক্রি করেছে।’
স্থানীয় মাতবর আব্দুস সুবহান বলেন, ‘প্রশাসন বিষয়টি জানে। আমরা নবজাতককে উদ্ধার করেছি। বর্তমানে ওই নবজাতক চিকিৎসাধীন।’
ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, উদ্ধার করা নবজাতকের মায়ের সন্ধান পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঠ ক রগ ও নবজ তকক উপজ ল
এছাড়াও পড়ুন:
ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ঢাকার পুরানা পল্টনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
সমাবেশে জামায়াতের আমির বলেন, ‘প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা বোনদের নিশ্চয়তা দিচ্ছি, তাঁরা তাঁদের যোগ্যতা অনুযায়ী পছন্দের কর্মক্ষেত্রে কাজ করবেন।’ এখন দেশে নারীদের কোনো সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নেই, বলেন জামায়াতের আমির।
শ্রমিক দিবসের সমাবেশেশফিকুর রহমান বলেন, ‘মিল-ফ্যাক্টরির উদ্যোক্তারা (মালিকপক্ষ) সহকর্মী শ্রমিক-কর্মচারীদের উপযুক্ত মূল্যায়ন করেন না, তাঁদের শ্রমের মর্যাদা দেন না। এটি যেমন বাস্তবতা, আরেকটি বাস্তবতা হলো, তাঁরা নির্যাতনের শিকার হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্ন রূপে, বিভিন্ন দিবস পালনের জন্য তাঁদের কাছে হাজির হয়। আমরা এটি চাই না।’
বাংলাদেশে কর্ম-উপযোগী ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাঁদের উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না বলেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘আমরা পারস্পরিক বোঝাপড়ায় যে টেকসই সমাজ গড়ার কথা বলছি, সে সমাজ আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়ে তোলা সম্ভব নয়।’
ঢাকার পুরানা পল্টনে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন