সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম দুলু মিয়া (৬০)। এ ঘটনায় অভিযুক্ত সুলতান আহমদকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে সুলতান আহমদ স্থায়ীভাবে প্রবাস থেকে দেশে ফেরেন। এরপর থেকে তাদের পরিবারে কলহ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুলু মিয়াকে দা দিয়ে কোপান সুলতান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ও অভিযুক্ত সুলতানকে আটক করে থানায় নিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/নূর/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে