‘পৃথিবীর সেরা চিকিৎসা পেয়েছেন তামিম’
Published: 28th, March 2025 GMT
বিকেএসপিতে হার্ট অ্যাটাকের পরপরই পাশবর্তী কেপিজে হাসপাতালে দ্রুততার সঙ্গে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। অথচ হাসপাতালে আনার আগে তার পালসও খুঁজে পাওয়া যায়নি।
বুকে ব্যাথা শুরু হলে কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিকেএসপিতে ফেরেন তামিম। কিন্তু আবার ব্যথা শুরু হয়, অল্পসময়ে অবস্থা খারাপের দিকে যেতে থাকে।
হেলিকপ্টার নিয়ে আসা হলেও তামিমের অবস্থা এতটাই খারাপ ছিল তোলা যায়নি তাতে। এরপর নেয়া হয় কেপিজেতে। সেখানে রিং পরানোসহ চিকিৎসা শেষে তামিম ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। একদিন পর আনা হয় রাজধানীর এভার কেয়ারে।
আরো পড়ুন:
চারদিন পর হাসপাতাল থেকে বাসায় তামিম
‘সতর্কতার সঙ্গে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে তামিমকে’
সব মিলিয়ে চারদিন পর আজ শুক্রবার (২৮ মার্চ) তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। তামিমের চিকিৎসার জন্য গঠিত এভার কেয়ারের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার মনে করেন তামিম পৃথিবীর সেরা চিকিৎসা পেয়েছেন।
“আল্লাহর রহমতে উনি পৃথিবীর সেরা চিকিৎসা পেয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। এ জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বাসায় গেলেও তামিমকে যেতে হবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে, “তামিম এখন স্থিতিশীল। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিছু ওষুধ, জীবনযাত্রায় পরিবর্তন এবং পুনর্বাসন প্রক্রিয়ার নির্দেশনা দিয়ে তাকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে।”
“চিকিৎসার পুরো প্রক্রিয়ায় তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করছি, নিয়ম মেনে চললে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন” -আরও যোগ করেন চিকিৎসক।
এদিকে গতকাল তামিমের ব্যক্তিগত তথ্য সামনে আনায় ক্ষমা চেয়েছেন শাহবুদ্দিন, “গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ এসেছে। এখানে তামিমের নামটা ভুলবশত জড়ানোর জন্য আমি দুঃখিত।”
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল অবস থ
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে