গতকাল সন্ধ্যায় এসেছে ঈদের সিনেমা ‘দাগি’র ট্রেলার। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমার ট্রেলার দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। এই তালিকায় আছেন ভারতীয় ইউটিউবাররাও। অরিত্র, সাগরনীল ও রূপম—এই তিন ভারতীয় ইউটিউবার সিনেমাটির ট্রেলারের প্রশংসা করেছেন।

২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে ‘দাগি’ সিনেমার ঝলক তুলে ধরা হয়েছে। ট্রেলারটি নিয়ে অরিত্র তাঁর ইউটিউব চ্যানেল ‘অরিত্রজ জ্ঞান’-এ পোস্ট করা ভিডিওতে বলেছেন, ‘ট্রেলারটি আমার দারুণ লেগেছে। ছবিটি ঈদের সময় মুক্তি পাচ্ছে, মানুষের অনেক প্রত্যাশা রয়েছে; তবে মনে হচ্ছে এটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা নয়, ড্রামা ঘরানার।’

ট্রেলারে গল্প সম্পর্কে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা বিশ্লেষণ করে ছবির প্রধান অভিনেতা আফরান নিশোর প্রশংসা করেন অরিত্র। তিনি বলেন, ‘আমার ট্রেলার দেখে ভালো লেগেছে, সবার পারফরম্যান্স দারুণ। তমা মির্জা ও নিশোর মধ্যে যে রসায়ন, সেটা দারুণভাবে তুলে ধরা হয়েছে। ড্রামাটা মনে হচ্ছে দারুণ হয়েছে।’

‘আর্টিস্টিক সেভেনথ সেন্স’-এ সাগরনীল বলেছেন, ‘এ ধরনের চরিত্রে আফরান নিশো দারুণ অভিনয় করেন, বিশেষ করে রাগের অভিনয়; ট্রেলার দেখে মনে হচ্ছে এ ছবিতেও তিনি ফাটিয়ে দিয়েছেন।

‘দাগি’ সিনেমার দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ