Samakal:
2025-05-01@05:29:33 GMT

মিথি ও তিথির ঈদ

Published: 28th, March 2025 GMT

মিথি ও তিথির ঈদ

মিথি ও তিথি দুই বোন। ওরা ভালো ছাত্রী। তিথির বয়স ৯। সে ক্লাস ফোরে পড়ে আর মিথির বয়স আট। সে পড়ছে থ্রিতে। ওদের বাবা জার্মানি থাকেন। তিথি, মিথি আর ওদের মা একসঙ্গে থাকে। ওদের মা একজন স্কুলশিক্ষক। তিথি এবং মিথি ওদের মায়ের স্কুলেই পড়ে। এতে ওদের খুব সুবিধা। সারাক্ষণ মায়ের কাছাকাছি থাকতে পারে। তিথি আর মিথি খুব ভালো মেয়ে। তারা ঝগড়া করে না। মারামারি করে না। একদিন মিথি অসুস্থ হয়ে পড়ে। তার খুব জ্বর। সে স্কুলে যেতে পারে না। তিথির এতে ভীষণ মন খারাপ হয়। স্কুলে গিয়ে অনেকটা সময় বোনকে ছেড়ে থাকতে তার ভীষণ কষ্ট হয়। স্কুল থেকে ফেরার পথে সে মনে মনে ভাবে, বাসায় গিয়ে সে বোনের যত্ন করবে। এর আগে ডাক্তার কাকু বলেছিলেন, ফল খেলে রোগ কম হয়। জ্বর হলে লেবু, বাতাবিলেবু এসব খাওয়াতে হয়।
স্কুল থেকে ফিরে এসে হাতমুখ ধুয়ে তিথি গাছ থেকে লেবু আর বাতাবিলেবু পেড়ে আনে। টাটকা লেবু দিয়ে মিথির জন্য শরবত করে। বাতাবিলেবুর খোসা ছাড়িয়ে লবণ-মরিচ দিয়ে মেখে দেয়। মায়ের সঙ্গে মিথির মাথা ধুয়ে দেয়।
দু’দিন পরেই তিথির সেবাযত্নে মিথি সুস্থ হয়ে ওঠে। 
তারপর মিথি-তিথি আবার একসঙ্গে স্কুলে যায়। মা তিথির কাজে খুশি হয়। তিনি বলেন, তিথি তুমি সত্যি বোনের মতো বোন। প্রতি ঈদের মতো এই ঈদেও মিথি-তিথি একই রকম জামা কিনবে। একসঙ্গে দু’জন মনের আনন্দে ঘুরবে। একজনকে রেখে আরেকজন কোথাও যাবে না।

n বয়স : ৩+৪+৪ বছর; পঞ্চম শ্রেণি, ৮৮ নং মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকগঞ্জ

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ উৎসব

এছাড়াও পড়ুন:

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংস্থাটির সবাইকে একত্রিত থাকার অনুরোধ জানিয়েছেন। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সভায় তিনি এ অনুরোধ জানান।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিসহ জাতীয় স্বার্থ বিবেচনায় এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে পরিপূর্ণ দায়িত্বশীল হয়ে ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। সভায় কর্মকর্তাদের দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বিএসইসির কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা আগের সব ভুলভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কমিশনের বিভিন্ন সমস্যার সুরাহা করার বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের আশ্বাস দেন তাঁরা।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কমিশনের সঙ্গে পূর্ণ উদ্যম ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আগে সাকিব ভাই করতেন, এখন আমাদের দায়িত্ব আরও বেশি’
  • বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের
  • নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, ব্যবস্থা নেবে প্রশাসন