ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ সন্দেহভাজন মাওবাদী নিহত
Published: 29th, March 2025 GMT
ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে অন্তত ১৬ জন সন্দেহভাজন মাওবাদী নিহত হয়েছেন। গুলিবিনিময়ে সংরক্ষিত নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের প্রথম তিন মাসে ১৩২ জনকে মাওবাদী সন্দেহে হত্যা করা হলো। তবে তাঁরা মাওবাদী কি না বা তাঁদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল কি না, তা জানা যাচ্ছে না।
দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার রিংকেল ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একে ৪৭ রাইফেল ও ভারতের নির্মিত রাইফেল ছাড়াও অন্যান্য অস্ত্র পাওয়া গেছে। অভিযান এখনো চলছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে দুই পক্ষে গুলিবিনিয়ম হয়। সর্বশেষ খবরে জানানো হয়, এখনো দুই পক্ষে গুলিবিনিময় হচ্ছে। এ পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৪ সাল থেকে ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। গত বছর ২১৯ জনকে হত্যা করার পর এ বছরে এখন পর্যন্ত ১১৬ জনকে হত্যা করা হয়েছে। কিন্তু ২০২২ এবং ২৩ সালে মারা গিয়েছিলেন মোট ৫২ জন।
এভাবে কোনো প্রমাণ বা বৈচারিক ব্যবস্থা ছাড়াই ধারাবাহিকভাবে গ্রামাঞ্চলে মানুষকে মাওবাদী বলে চিহ্নিত করে হত্যা করার বিরুদ্ধে একাধিক বিবৃতি দিয়েছেন মানবাধিকারকর্মীরা। কিন্তু তাতে কোনোই কাজের কাজ হয়নি। নিরাপত্তা বাহিনীর তরফে শীর্ষস্তরে জানানো হয়েছে, ২০২৬ সালের মধ্যে ছত্তিশগড়কে মাওবাদীশূন্য করে ফেলা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত