বাস কাউন্টারে আজ শনিবার সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। একের পর এক বাস এসে অগ্রিম টিকিটের যাত্রীর সঙ্গে কিছু আসনে নিয়মিত যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

আজ দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, বাড়ি ফিরতে ভিড় করছেন যাত্রীরা। তবে কয়েকটি রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

পর্যাপ্ত বাস থাকলেও বরিশাল অঞ্চলের এসি গাড়িতে আসনপ্রতি ১ হাজার ১০০ টাকা ও নন–এসি গাড়িতে আসনপ্রতি ৯০০ টাকা নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ে এই রুটে নন–এসিতে ৬০০ টাকা ও এসি বাসে ৯০০ টাকায় যেতে পারতেন যাত্রীরা।

বিভিন্ন কাউন্টারে গিয়ে দেখা যায়, ডেকে ডেকে যাত্রী তুলছেন বাসের সহকারী ও কাউন্টার মাস্টার। পটুয়াখালীর এক যাত্রী টিকিট সংগ্রহ করতে চাইলে বাস কাউন্টার মাস্টার জানান, ‘এসি একদাম ১ হাজার ১০০ টাকা ও নন–এসি বাসে একদাম ৯০০ টাকা।’

বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে ঢাকা থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী রুটের বাসেও। নোয়াখালী ও লক্ষ্মীপুর রুটে স্বাভাবিক সময়ে আসনপ্রতি ভাড়া ৪০০ থেকে ৪৫০ টাকা থাকলেও এখন সেটি ৬০০ টাকা। তবুও টিকিট পাচ্ছেন না যাত্রীরা। এসব রুটের এসি বাসেও ৮০০ টাকার নিচে কোনো টিকিট দেওয়া হচ্ছে না।

বাসগুলোর কাউন্টার মাস্টাররা জানান, ‘বাসের সংকট নেই। তবে ফিরতি ট্রিপে ফাঁকা আসনে গাড়ি চলে। তাই দাম কিছুটা বাড়তি।’

পটুয়াখালীর উদ্দেশে যেতে রাজধানীর মৌচাক থেকে এসেছেন রিমা আক্তার। তিনি জানান, অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন, তবু ২৫০ টাকা বেশি খরচ হয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান রুটের গাড়িগুলোয়ও একই চিত্র দেখা গেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ