সালামির টাকায় মোবাইল কিনেছিলেন নিশো
Published: 29th, March 2025 GMT
শৈশবে ঈদ সালামির স্মৃতি রয়েছে অনেকের। শৈশব–কৈশোরে ঈদ সালামি পাওয়ার স্মৃতিচারণা করলেন তারকা অভিনেতা আফরান নিশো। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে নিশো অভিনীত সিনেমা ‘দাগি’।
গত বৃহস্পতিবার রাতে ঢাকায় সিনেমার এক সংবাদ সম্মেলনে ঈদ সালামি নিয়ে প্রশ্নের জবাবে নিশো জানান, নানির কাছ থেকে পাওয়া সালামির সঙ্গে আরও কিছু টাকা যোগ করে একটি মোবাইল ফোন কিনেছিলেন তিনি।
আফরান নিশো বলেন, ‘ঈদ এলেই সালামি পেতাম। সেই সময় চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম। তখন বাটনফোন ছিল।’
ঈদে দরিদ্রদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন এই তারকা অভিনেতা। তাঁর ভাষ্যে, ‘আমরা যাঁরা স্বাভাবিক জীবন যাপন করছি, ঈদটা আসলে তাঁদের নয়। সব সময় মনে হয়, যাঁরা হতদরিদ্র, যাঁদের তিন বেলা খাবার জুটছে না (তাঁদের জন্য), তাঁদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের যে ধর্মীয় অনুশাসন ও সামাজিক অবস্থান আছে, সেই জায়গা থেকে দায়িত্বগুলো পালন করা উচিত।’
আরও পড়ুনপুলিশের গাড়ি থেকে কয়েদির পোশাকে নামলেন নিশো২৭ মার্চ ২০২৫‘দাগি’ সিনেমায় আফরান নিশো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে