৪ এপ্রিল পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে যেসব চমক
Published: 29th, March 2025 GMT
এখন চৈত্র মাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হারিয়ে যাওয়া কবিতায় লিখেছেন, আমি ছিলাম ছাতে/ তারায় ভরা চৈত্র মাসের রাতে। কবিগুরুর রেশেই বলা যায়, চৈত্র মাসের আকাশে এখন সন্ধ্যার পর থেকেই তারার মেলা বসছে।
২৯ মার্চ
রাত ৮:৪৭ মিনিটে এরিস তারকামণ্ডলে মাসালিয়া গ্রহাণু দেখা যাবে বেশ উজ্জ্বলভাবে। রাত ১১:০৭ মিনিট পর্যন্ত আকাশে খালি চোখেই টরাস তারকামণ্ডলে বৃহস্পতি গ্রহ দেখতে পাবেন। রাত ১:৫৩ মিনিট পর্যন্ত খালি চোখেই জেমিনি তারকামণ্ডলে মঙ্গল গ্রহ দেখা যাচ্ছে। রাত ১১:৫১ মিনিট পর্যন্ত অরিগা তারকামণ্ডলে এগরিয়া গ্রহাণু দেখা যাবে। ভোর ৫:২০ পর্যন্ত গ্রহাণু ফ্লোরা দেখা যাবে আকাশের লিও তারকামণ্ডলে।
৩০ মার্চ
এদিন গ্রহ আকাশে সন্ধ্যার পরে বেশ কিছু গ্রহ দেখা যাবে। খালি চোখে দেখা যাবে শুক্র গ্রহ ভোর ৫:২০ মিনিট পর্যন্ত। মঙ্গল গ্রহ দেখা যাবে রাত ১:৫৪ মিনিট পর্যন্ত বুধ গ্রহ, শনি ও ইউরেনাস আকাশে থাকলেও দেখা বেশ কষ্টকর হবে। আর নক্ষত্রপুঞ্জের মধ্যে জেমিনিকে সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে দেখা যাবে। মধ্যরাত পর্যন্ত দেখতে পাবেন। ক্যানসার তারকামণ্ডল জেমিনি মিথুন ও সিংহ রাশির মধ্যে অবস্থার করবে। সন্ধ্যার আকাশে স্পষ্টভাবে দেখতে পাবেন।
৩১ মার্চ
ভোরে খালি চোখেই আকাশে শুকতারা বা শুক্র গ্রহ স্পষ্ট দেখতে পাবেন। এদিন লিও তারকামণ্ডল বেশ উজ্জ্বলভাবে আকাশে অবস্থান করবে। মধ্যরাতের দিকে সর্বোচ্চ উজ্জ্বলতায় দেখা যাবে। রাত ৯টার পরে আকাশে ভার্গো তারকামণ্ডল স্পষ্টভাবে দেখা যাবে।
১ এপ্রিল
রাত ১:৪৬ মিনিট পর্যন্ত আকাশে মঙ্গল গ্রহ স্পষ্টভাবে দেখা যাবে। নক্ষত্রপুঞ্জের মধ্যে ভার্গো বেশ উজ্জ্বলভাবে আকাশে অবস্থান করবে। এই তারকামণ্ডলের উজ্জ্বল নক্ষত্র স্পিকা সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব আকাশে দৃশ্যমান হবে। এ ছাড়া বুটস তারকামণ্ডলকে রাত ১০টার পর থেকে ভালোভাবে দেখা যাবে। উজ্জ্বল নক্ষত্র আর্কটারাস পূর্ব আকাশে দেখতে পাবেন।
২ এপ্রিল
রাত ১০:৫৮ মিনিট পর্যন্ত আকাশে বৃহস্পতি গ্রহ স্পষ্ট দেখতে পাবে। এদিন নক্ষত্রপুঞ্জের মধ্যে ভার্গো পূর্ব আকাশে মধ্যরাতে উদিত হবে। ভোরের দিকে বেশ উজ্জ্বলতা বাড়বে। আর স্করপিয়াস তারকামণ্ডল লিবরা তারকামণ্ডলকে অনুসরণ করবে। সূর্যোদয়ের আগে উজ্জ্বল নক্ষত্র আন্টারেস দেখা যাবে।
৩ এপ্রিল
শনি গ্রহ ভোর ৫টার পরে কিছুটা পরিশ্রম করে দেখতে পাবেন আকাশে। এ ছাড়া বুধ গ্রহ ও ইউরেনাস আকাশে থাকলেও শনাক্ত করা বেশ কঠিন হবে। ভোরের দুই ঘণ্টা আগে আকশে স্করপিয়াস তারকামণ্ডল দেখতে পাবেন। টলেমির ক্লাস্টার হিসেবে স্করপিয়াসের লেজের উজ্জ্বলতা দেখতে পাবেন।
৪ এপ্রিল
ভোর ৪:৩৫ মিনিট থেকে আকাশে শুকতারা হিসেবে শুক্র গ্রহ দেখতে পাবেন। মধ্যরাতের আকাশে লিও তারকামণ্ডল সবচেয়ে উজ্জ্বল বস্তু হিসেবে আবির্ভূত হবে।
সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ ও স্কাই ম্যাপস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’
ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।