পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বেড়ার শিক্ষার্থীদের উদ্যোগে বসেছিল ব্যতিক্রমী এক বাজার। বাজারে প্রায় ৮০০ অসহায় ও দরিদ্র মানুষ মাত্র দুই টাকায় ১০ রকমের পণ্য পেয়েছেন। শিক্ষার্থীদের ব্যতিক্রমী এ বাজারের নাম ‘দুই টাকায় আমেজ’।

আজ রোববার বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকার সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে বাজারের আদলে গড়ে তোলা বিভিন্ন স্টল থেকে দরিদ্রদের মধ্যে বিভিন্ন পদের ঈদ উপহার দেওয়া হয়। প্রতীকী দুই টাকার বিনিময়ে দেওয়া পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, লবণ, সেমাই, সাবানসহ ১০ ধরনের পণ্য।

ঈদসামগ্রী বিতরণের এ কর্মসূচির আয়োজন করে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামের একটি সংগঠন। তাদের এ আয়োজনে অবশ্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পৃষ্ঠপোষকতা ও সহায়তার পাশাপাশি সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের অর্থায়ন ছিল।

বেলা ১১টায় শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুল বাসেদ খান, জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় সভাপতি হাজী ইউনুস আলী, বেড়া রিকশা-ভ্যান চালক সমবায় সমিতির সভাপতি ময়েন উদ্দিন খাজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বেড়ার শিক্ষার্থীরা যেভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, সেভাবে একজনের বিপদে আরেকজনকে এগিয়ে আসতে হবে। আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী নির্যাতনের মধ্যে ছিলাম। এখন পরিবর্তন এসেছে। আমাদের দেশের সব অসহায় মানুষের শিক্ষা, খাদ্য, বাসস্থানের ব্যবস্থার লক্ষ্যে কাজ করে যেতে হবে।’

সরেজমিনে দেখা যায়, সান্ডিয়ালপাড়া ঈদগাহ মাঠে বাজারের আদলেই বানানো হয়েছে স্টল। স্টলের টেবিলে থরে থরে সাজানো চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, সাবান। সেখানে আসা নারী-পুরুষদের হাতে পর্যায়ক্রমে পণ্য তুলে দিচ্ছেন শিক্ষার্থীরা। পণ্যের দাম দুই টাকা নির্ধারণ করা থাকলেও কারও কাছ থেকে নেওয়া হচ্ছে না।

শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি নিম্ন আয়ের মানুষ। বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার রেখা খাতুন (৫০) বলেন, ‘ঈদের সামনে এতগুলা জিনিস পায়া খুব আনন্দ হতেছে। অভাবের সংসারে এসব জিনিস পায়া খুব উপকার হলো।’

শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের সভাপতি মেহেরাব হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা মিলে ভালো কিছু করার জন্য টিফিনের টাকা বাঁচিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম। এখন অনেকেই আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের সংগঠনের সদস্যদের পাশাপাশি অনেক হৃদয়বান মানুষ সহায়তা করছেন বলেই আমরা এভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারছি।’

১০ বছর আগে বেড়ার ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারি পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী মিলে গঠন করে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামের একটি সংগঠন। তারা টিফিনের টাকা বাঁচিয়ে অসহায়দের সহায়তা দেওয়া শুরু করে। মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে তাদের আগ্রহে মুগ্ধ হয়ে অনেক সচ্ছল ও ধনাঢ্য ব্যক্তি তহবিল সংগ্রহে এগিয়ে আসেন। বর্তমানে সংগঠনটির সঙ্গে উপজেলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী যুক্ত হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স গঠন র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৪ নভেম্বর ২০২৫)

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। চ্যাম্পিয়নস লিগে আছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ ও পিএসজি-বায়ার্ন ম্যাচ।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

১ম ওয়ানডে

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

নাপোলি-ফ্রাঙ্কফুর্ট
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ১

স্লাভিয়া প্রাগ-আর্সেনাল
রাত ১১-৪৫ মি., সনি স্পোর্টস ২

পিএসজি-বায়ার্ন
রাত ২টা, সনি স্পোর্টস ১

লিভারপুল-রিয়াল মাদ্রিদ
রাত ২টা, সনি স্পোর্টস ২

টটেনহাম-কোপেনহেগেন
রাত ২টা, সনি স্পোর্টস ৫

অ-১৭ বিশ্বকাপ ফুটবল

ব্রাজিল-হন্ডুরাস
সন্ধ্যা ৬-৩০ মি., ফিফা প্লাস
জার্মানি-কলম্বিয়া
রাত ৮-৪৫ মি., ফিফা প্লাস
ইংল্যান্ড-ভেনেজুয়েলা
রাত ৯-১৫ মি., ফিফা প্লাস

সম্পর্কিত নিবন্ধ