ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের দিন নাগরিক টিভি, আরটিভি এবং দীপ্ত টিভিতে কী কী আয়োজন থাকছে তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।


নাগরিক টেলিভিশন

সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’, শিল্পী: বাপ্পা মজুমদার। সকাল ৮টায় নাটক লাভ অ্যান্ড ওয়ার। রাত ৮টায় নাটক চোর পুলিশ। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী: শফি মণ্ডল ও বন্যা তালুকদার।

আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’, শিল্পী: হায়দার হোসেন। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় একক নাটক নীল রঙের সাইকেল। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৮টায় একক নাটক চৌধুরী বাড়ির মেয়ে। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক এক্সকিউজ মি প্লিজ। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক খাল কেটে কুমির। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক সুন্দরী ভাতা। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।

দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’ (পর্ব-১)। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক গুড ডক্টর। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘বউ আমার মেম্বার’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৮টায় একক নাটক মাকড়সা। অভিনয়ে সাবিলা নূর, শ্যামল মাওলা। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক কথা হবে হিসাব করে। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ১০ মিনিটে একক নাটক শহরের যত রং। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৩০ ম ন ট ক ন টক

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ