দীপ্ত টিভিতে ‘বউ আমার মেম্বার’, নাগরিক ও আরটিভি কী দেখাবে
Published: 31st, March 2025 GMT
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের দিন নাগরিক টিভি, আরটিভি এবং দীপ্ত টিভিতে কী কী আয়োজন থাকছে তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’, শিল্পী: বাপ্পা মজুমদার। সকাল ৮টায় নাটক লাভ অ্যান্ড ওয়ার। রাত ৮টায় নাটক চোর পুলিশ। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী: শফি মণ্ডল ও বন্যা তালুকদার।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’, শিল্পী: হায়দার হোসেন। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় একক নাটক নীল রঙের সাইকেল। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৮টায় একক নাটক চৌধুরী বাড়ির মেয়ে। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক এক্সকিউজ মি প্লিজ। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক খাল কেটে কুমির। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক সুন্দরী ভাতা। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।
দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’ (পর্ব-১)। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক গুড ডক্টর। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘বউ আমার মেম্বার’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৮টায় একক নাটক মাকড়সা। অভিনয়ে সাবিলা নূর, শ্যামল মাওলা। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক কথা হবে হিসাব করে। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ১০ মিনিটে একক নাটক শহরের যত রং। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সায়েমের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ে শুরু
জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।
অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব্যাটে। এ সময়ে তিনি তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।
এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২), গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।
পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন