দিনের প্রায় ২৪ ঘণ্টাই লিওনেল মেসির নিরাপক্ষা নিশ্চিত করেন দেহরক্ষী ইয়াসিন চুকো। মেসির পরিবারকে নিরাপদে রাখতে পালাক্রমে নিরাপত্তা দিয়ে থাকে ইয়াসিনের ৫০ সদস্যের একটি দল।
কিন্তু যেখানে মেসির সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগার সম্ভাবনা বেশি, সেই মাঠেই দেহরক্ষী ইয়াসিনকে নিষিদ্ধ করা হয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম এই তথ্য জানিয়েছে।
ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও বলবৎ থাকবে। তবে ইয়াসিন ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে পারবেন।
মাঠে মেসিকে এভাবেই রক্ষা করেন দেহরক্ষী ইয়াসিন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ হরক ষ
এছাড়াও পড়ুন:
নড়াইলে সাপের কামড়ে ইমামের মৃত্যু
নড়াইলের সদর উপজেলার চাকুলিয়া গ্রামে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে হাদিয়ার রহমান খাঁন (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে মারা যান তিনি।
হাদিয়ার রহমান খাঁন চাকুলিয়া গ্রামের মৃত সমশের খাঁনের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
আরো পড়ুন:
সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ
কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা
স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খাঁন সোমবার বিকেলে জমিতে মাষকলাই রোপণ করতে যান। মাঠে কাজ করার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। সন্ধ্যায় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারা তাকে নড়াইল আধুনিক আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হাদিয়ার রহমান খাঁনকে মৃত ঘোষণা করেন।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।”
ঢাকা/শরিফুল/মাসুদ