নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হার মানে পাকিস্তান। এবার ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে হয়। তবে পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় এই শাস্তি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতি ওভার দেরি হলে ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে পাকিস্তানের মোট জরিমানা দাঁড়িয়েছে ১০ শতাংশ।

এদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ব্ল্যাক ক্যাপস স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন টিম সেইফার্ট।

আরো পড়ুন:

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইমরান খান

পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ জিতল নিউ জিল্যান্ড

প্রথম ওয়ানডেতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাকিস্তানের বোলারদের চাপে ফেলেছিলেন চ্যাপম্যান। ক্যারিয়ারসেরা ১৩২ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি।

বাঁহাতি এই ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং দক্ষতা দেখিয়ে পাকিস্তানি বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার দৃঢ় ব্যাটিং দলের অন্যদেরও আক্রমণাত্মক মেজাজে খেলতে সাহায্য করে। বিশেষ করে, অভিষিক্ত মোহাম্মদ আব্বাস দ্রুততম হাফসেঞ্চুরি করে পাকিস্তানি বোলারদের আরও চাপে ফেলে দেন।

আগামীকাল বুধবার সেডন পার্ক হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের

তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর বিশ্ববরেণ্য ইসলামী বক্তা ড. জাকির নায়েককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।

সোমবার (৩ নভেম্বর) এ দাবিতে ঢাবি উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথা জানান তারা।

আরো পড়ুন:

বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু

ঢাবি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ২ কমিটি

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।

এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদান করে দাবি জানান।

এছাড়া তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের প্রতি ক্রমবর্ধমান বুলিং, হ্যারাসমেন্ট ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার স্থানে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় জেনেছি, ইতোমধ্যেই হ্যারাসমেন্ট ও সাইবার ট্যাগিং প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটি দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির আওতায় আসে।
 

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ