নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হার মানে পাকিস্তান। এবার ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে হয়। তবে পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় এই শাস্তি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতি ওভার দেরি হলে ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে পাকিস্তানের মোট জরিমানা দাঁড়িয়েছে ১০ শতাংশ।

এদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ব্ল্যাক ক্যাপস স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন টিম সেইফার্ট।

আরো পড়ুন:

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইমরান খান

পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ জিতল নিউ জিল্যান্ড

প্রথম ওয়ানডেতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাকিস্তানের বোলারদের চাপে ফেলেছিলেন চ্যাপম্যান। ক্যারিয়ারসেরা ১৩২ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি।

বাঁহাতি এই ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং দক্ষতা দেখিয়ে পাকিস্তানি বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার দৃঢ় ব্যাটিং দলের অন্যদেরও আক্রমণাত্মক মেজাজে খেলতে সাহায্য করে। বিশেষ করে, অভিষিক্ত মোহাম্মদ আব্বাস দ্রুততম হাফসেঞ্চুরি করে পাকিস্তানি বোলারদের আরও চাপে ফেলে দেন।

আগামীকাল বুধবার সেডন পার্ক হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।

জিমি কিমেল। এএফপি ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ