খুলনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩ অস্ত্রসহ বিপুল টাকা উদ্ধার
Published: 4th, April 2025 GMT
খুলনা সদর থানাধীন শামসুর রহমান রোডের শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে এই অভিযান চালানো হয়। এসময় অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবু খুলনার কিশোর গ্যাংসহ অপরাধ জগতের একটি গ্রুপ নিয়ন্ত্রণ করে। তার নেতৃত্বে খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে।
গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোর রাত চারটায় যৌথ বাহিনীর একটি টিম ও সদর থানা পুলিশ বাবুর বাড়িতে অভিযান চালায়। একই সময় পার্শ্ববর্তী অপর সন্ত্রাসী সোহাগ সৌরভের বাসায়ও অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও তার সহযোগী সন্ত্রাসী সোহাগের বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি মোটরসাইকেল, একটি পিস্তলের ম্যাগজিন, একটি লম্বা চাপাতি, একটি বিদেশি বাইনোকুলার, এক বোতল বিদেশি লিকার, ৩৮ লাখ ১৬ হাজার ৫৫৩ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং চার হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়।
ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর ভাই মো.
ঢাকা/নুরুজ্জামান/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে