খুলনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩ অস্ত্রসহ বিপুল টাকা উদ্ধার
Published: 4th, April 2025 GMT
খুলনা সদর থানাধীন শামসুর রহমান রোডের শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও সোহাগ সৌরভের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে এই অভিযান চালানো হয়। এসময় অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবু খুলনার কিশোর গ্যাংসহ অপরাধ জগতের একটি গ্রুপ নিয়ন্ত্রণ করে। তার নেতৃত্বে খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে।
গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোর রাত চারটায় যৌথ বাহিনীর একটি টিম ও সদর থানা পুলিশ বাবুর বাড়িতে অভিযান চালায়। একই সময় পার্শ্ববর্তী অপর সন্ত্রাসী সোহাগ সৌরভের বাসায়ও অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু ও তার সহযোগী সন্ত্রাসী সোহাগের বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি মোটরসাইকেল, একটি পিস্তলের ম্যাগজিন, একটি লম্বা চাপাতি, একটি বিদেশি বাইনোকুলার, এক বোতল বিদেশি লিকার, ৩৮ লাখ ১৬ হাজার ৫৫৩ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং চার হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়।
ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর ভাই মো.
ঢাকা/নুরুজ্জামান/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের অতিরিক্ত অংশের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত
১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত অতিরিক্ত অংশের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২
এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
ঢাকা/মুজিবুর/মেহেদী