মোহাম্মদপুর থানার কাছে এক পুলিশ কর্মকর্তাকে মারধর, মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ
Published: 4th, April 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুর থানার কাছে একদল ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা ও তাঁর দুই স্বজনকে মারধর করে একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সারদায় মৌলিক প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজিদ বিন কামাল (২৮), তাঁর দূরসম্পর্কের দুই চাচাতো ভাই তৌহিদুর রহমান ওরফে ফাহিম (২৭) ও বিপুল (২৭)।
পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার কাছে আল্লাহ করিম মসজিদসংলগ্ন তিন রাস্তার মোড়ে এএসপি সাজিদ বিন কামালকে বহনকারী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৯-২৩২৩) সঙ্গে একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি সামান্য ক্ষতিগ্রস্ত হলে ওই মোটরসাইকেলের আরোহীসহ অপর দুই-তিনটি মোটরসাইকেলের আরোহীরা প্রাইভেট কারটি ধাওয়া করে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে রাস্তার পাশে থাকা বড় বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ১০-১২ জন প্রাইভেট কারে থাকা এএসপি সাজিদ বিন কামাল ও তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই তৌহিদুর (২৭) ও বিপুলকে (২৭) মারধর করেন। তাঁরা পুলিশ কর্মকর্তা সাজিদ বিন কামালের কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে নিয়ে যান। পরে সাজিদ বিন কামালসহ তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
আজ শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, এএসপি সাজিদ বিন কামাল তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গতকাল রাতে খুলনা থেকে একটি প্রাইভেট কারে ঢাকায় আসেন। এ সময় তাঁকে বহনকারী গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে পুলিশ কর্মকর্তা সাজিদ বিন কামাল সামান্য আহত হন। তবে তাঁর কাছ থেকে যে মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, এ বিষয়ে তিনি জানেন না। এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হ ম মদপ র থ ন র প ল শ কর মকর ত
এছাড়াও পড়ুন:
ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা, আহত ২৭ নারী পুলিশ সদস্য
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যের একটি দল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বহনকারী বাস একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসে থাকা ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশলাইনসের ভেতর এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, নগরের সাগরিকা এলাকায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালনে যাচ্ছিলেন নারী পুলিশ সদস্যরা। তাঁদের বহনকারী বাস দামপাড়া পুলিশলাইনসের ভেতরে উঁচু স্থান থেকে ঢালু রাস্তায় নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় আহত অনেক পুলিশ সদস্যকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরে রাখা হয়েছে। আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক প্রথম আলোকে বলেন, আহত ২৭ জনের মধ্যে ১৪ জন দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে দুজন এখনো চিকিৎসাধীন। ১২ জন চিকিৎসা শেষে পুলিশ হাসপাতালে চলে যান। সেখানে বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন, তবে আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই।