রাজধানীর মোহাম্মদপুর থানার কাছে একদল ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা ও তাঁর দুই স্বজনকে মারধর করে একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সারদায় মৌলিক প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজিদ বিন কামাল (২৮), তাঁর দূরসম্পর্কের দুই চাচাতো ভাই তৌহিদুর রহমান ওরফে ফাহিম (২৭) ও বিপুল (২৭)।

পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার কাছে আল্লাহ করিম মসজিদসংলগ্ন তিন রাস্তার মোড়ে এএসপি সাজিদ বিন কামালকে বহনকারী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৯-২৩২৩) সঙ্গে একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি সামান্য ক্ষতিগ্রস্ত হলে ওই মোটরসাইকেলের আরোহীসহ অপর দুই-তিনটি মোটরসাইকেলের আরোহীরা প্রাইভেট কারটি ধাওয়া করে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে রাস্তার পাশে থাকা বড় বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ১০-১২ জন প্রাইভেট কারে থাকা এএসপি সাজিদ বিন কামাল ও তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই তৌহিদুর (২৭) ও বিপুলকে (২৭) মারধর করেন। তাঁরা পুলিশ কর্মকর্তা সাজিদ বিন কামালের কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে নিয়ে যান। পরে সাজিদ বিন কামালসহ তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

আজ শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, এএসপি সাজিদ বিন কামাল তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গতকাল রাতে খুলনা থেকে একটি প্রাইভেট কারে ঢাকায় আসেন। এ সময় তাঁকে বহনকারী গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে পুলিশ কর্মকর্তা সাজিদ বিন কামাল সামান্য আহত হন। তবে তাঁর কাছ থেকে যে মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, এ বিষয়ে তিনি জানেন না। এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদপ র থ ন র প ল শ কর মকর ত

এছাড়াও পড়ুন:

নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।

আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫

এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫

ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ