৭০ বছরের ঊর্ধ্ব কেউ সাফের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না—এত দিন এ কথাই বলা ছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) গঠনতন্ত্রে। তবে নিয়মটা আর থাকছে না।

আজ কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সীমা তুলে দেওয়া হয়েছে। আর তাতে সাফের বর্তমান সভাপতি ও বাফুফের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিনেরই সাফের প্রধান থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২২ সালে আনা সাফের গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধনীর ৩১ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় বলা আছে, নির্বাহী কমিটির যেকোনো পদে কেউ তিন মেয়াদ বা ১২ বছরের বেশি সময় থাকতে পারবেন না। নিয়মটি কার্যকর হয় ২০১৮ সালে।

২০২৬–এর নির্বাচনে তাই আবারও প্রার্থী হওয়ার সুযোগ ছিল সালাহউদ্দিনের। বয়স ৭২ হয়ে যাওয়ায় বাধা ছিল বয়স, এখন সেটাও আর থাকছে না। ২০০৮ সালে বাফুফের সভাপতি হওয়ার পরের বছর থেকে টানা চারবার সালাহউদ্দিন সাফের সভাপতি হয়েছেন।

২০০৯ সাল থেকে সাফ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ল হউদ দ ন

এছাড়াও পড়ুন:

ঝগড়া থেকে দেয়ালে মাথা ঠোকা, সালমান-ঐশ্বরিয়ার সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে আনলেন প্রতিবেশী

বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেম-বিচ্ছেদের একটি হলো ঐশ্বরিয়া রাই ও সালমান খানের সম্পর্ক। প্রেমের সূচনা হয়েছিল পর্দার আড়ালেই, কিন্তু আলোচনায় আসে ‘হাম দিল দে চুকে সনম’ ছবির মাধ্যমে। ছবির রোমান্স যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। অথচ সেই রূপকথার প্রেমই কিছুদিনের মধ্যে রূপ নেয় দুঃস্বপ্নে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুধু ব্যক্তিজীবন নয়, কর্মজীবনেও কঠিন আঘাত সহ্য করতে হয়েছিল ঐশ্বরিয়াকে।

প্রতিবেশীর চোখে সেই সময়
বিজ্ঞাপন জগতের কিংবদন্তি প্রহ্লাদ কাক্কর ছিলেন ঐশ্বরিয়ার ঘনিষ্ঠজন। ঐশ্বরিয়ার মায়ের একই ভবনে থাকতেন তিনি। সম্পর্কের শুরুর দিক থেকে ক্যারিয়ারের উত্থান—সবকিছু কাছ থেকে দেখেছেন তিনি। তাঁর মতে, সালমান ছিলেন ভীষণ আক্রমণাত্মক। ঐশ্বরিয়ার ওপর প্রভাব বিস্তার করতে চাইতেন। প্রহ্লাদ এক সাক্ষাৎকারে বলেন, ‘সালমান খুবই আক্রমণাত্মক ছিলেন। আমি একই ভবনে থাকতাম, সবকিছু শুনতাম-দেখতাম। ঝগড়া, চিৎকার, এমনকি দেয়ালে মাথা ঠোকা…এগুলো নিয়মিত ছিল। সম্পর্ক আসলে অনেক আগেই ভেঙে গিয়েছিল, শুধু ঘোষণাটা পরে এসেছে। বিচ্ছেদটা সবার মধ্যে স্বস্তি এনেছিল—ঐশ্বরিয়ার, তাঁর বাবা-মায়ের, এমনকি সালমানেরও।’

ঐশ্বরিয়া ও সালমান খান

সম্পর্কিত নিবন্ধ