সালাহউদ্দিন কি আবারও সাফ সভাপতি হবেন
Published: 4th, April 2025 GMT
৭০ বছরের ঊর্ধ্ব কেউ সাফের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না—এত দিন এ কথাই বলা ছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) গঠনতন্ত্রে। তবে নিয়মটা আর থাকছে না।
আজ কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সীমা তুলে দেওয়া হয়েছে। আর তাতে সাফের বর্তমান সভাপতি ও বাফুফের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিনেরই সাফের প্রধান থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২২ সালে আনা সাফের গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধনীর ৩১ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় বলা আছে, নির্বাহী কমিটির যেকোনো পদে কেউ তিন মেয়াদ বা ১২ বছরের বেশি সময় থাকতে পারবেন না। নিয়মটি কার্যকর হয় ২০১৮ সালে।
২০২৬–এর নির্বাচনে তাই আবারও প্রার্থী হওয়ার সুযোগ ছিল সালাহউদ্দিনের। বয়স ৭২ হয়ে যাওয়ায় বাধা ছিল বয়স, এখন সেটাও আর থাকছে না। ২০০৮ সালে বাফুফের সভাপতি হওয়ার পরের বছর থেকে টানা চারবার সালাহউদ্দিন সাফের সভাপতি হয়েছেন।
২০০৯ সাল থেকে সাফ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ল হউদ দ ন
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব