তিস্তা মহাপরিকল্পনা: বিকল্প বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনার আহ্বান
Published: 6th, April 2025 GMT
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্প্রতি চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই বিনিয়োগে সুদের হার, ঋণের মেয়াদ ও গ্রেস পিরিয়ডের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিকল্প বিনিয়োগকারীদের সঙ্গেও সমান্তরাল আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.
রবিবার (৬ এপ্রিল) দুপুরে রংপুর সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। তবে একমাত্র চীনের উপর নির্ভর না করে জাপান, বিশ্বব্যাংকসহ অন্যান্য সম্ভাব্য অর্থায়নকারী সংস্থার সঙ্গে সমান্তরালভাবে আলোচনা করা দরকার।’’
আরো পড়ুন:
বাঁধে ভাঙনের ২ দিনেও সংস্কার শুরু হয়নি, ১০ গ্রাম প্লাবিত
সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত
সরকারের রাজনৈতিক দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘শুধু চুক্তি নয়, বাস্তবায়নের দিকেও গুরুত্ব দিতে হবে।’’ এ সময় তিনি নিজস্ব অর্থায়নের সম্ভাবনাও খতিয়ে দেখার দাবি জানান।
মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/আমিরুল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা/রায়হান/ইভা