কুষ্টিয়ার মিরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

রবিবার (৬ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।  

পুলিশ জানায়, হালসা পুলিশ ক্যাম্প আজ সকালে আমবাড়ীয়া ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামকে (৪৫) আটক করে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক (৫১), আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান শেখ (৫৬), নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহ-সভাপতি আহম্মেদ ফয়সাল জয় (২৭), আওয়ামী লীগ কর্মী মালম মল্লিক (৪৯), চিথলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক (৫৫), নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রানা আহম্মেদকে (২৭) আটক করে। 

আরো পড়ুন:

নারায়ণগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

অনিয়ম ও ঘুষের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

ঢাকা/কাঞ্চন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।

সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ