১৩০ রান তাড়ায় তানজিদের দুর্দান্ত সেঞ্চুরি
Published: 7th, April 2025 GMT
পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ৩৪.৪ ওভারে ১২৯ রানে অলআউট করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওই রান ১৮.৩ ওভারে তুলে ফেলেছে দলটি। এর মধ্যেই ঝড়ো এক দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ তামিম। লিজেন্ডস অব রূপগঞ্জও পেয়েছে ১০ উইকেটের জয়।
ডিপিএলে সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। শেখ মেহেদীর বোলিং তোপে পড়ে তারা। মেহেদী ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তিনে নামা রুবেল মিয়া ৪১ রানের ইনিংস খেলেন। লোয়ারে শহিদুল ইসলাম ১৯ রান যোগ করেন।
জবাব দিতে নেমে তানজিদ এক প্রান্ত দিয়ে ঝড় শুরু করেন। তিনি ৫৯ বল খেলে ১০৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১০টি চারের সঙ্গে সাতটি ছক্কার শট আসে। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক ও ওপেনার সাইফ হাসান ৫৩ বলে ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন।
ডিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ব্রেন্ডন টেইলরের। ২০১৩-১৪ মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে কলাবাগানের বিপক্ষে ৪৬ বলে শতকের দেখা পান জিম্বাবুয়ের এই ব্যাটার। তানজিদ ওই রেকর্ড ভাঙার আশা দিলেও শেষ পর্যন্ত তা হয়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন