সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক তামজিদ আহম্মেদ এ নির্দেশ দেন। রোববার রাতে তাঁকে ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। 

রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বাসিন্দা কাজী কেরামত আলী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। দীর্ঘদিন তিনি এই কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন কাজী কেরামত আলী। পরবর্তীতে ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনেও জয়ী হন। ২০১৮ সালের ৩ জানুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এক বছর ওই পদে ছিলেন।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ৩০ আগস্ট রাজীব মোল্লা নামের শিক্ষার্থী বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। এ মামলার দুই নম্বর আসামি কাজী কেরামত আলী। তিনি ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন। সোমবার সকালে ঢাকা থেকে রাজবাড়ী আনা হলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

রাজবাড়ী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাকের ভাষ্য, শিক্ষার্থী রাজীবের করা মামলার ২ নম্বর আসামি কাজী কেরামত আলী। তিনি হুকুমের আসামি। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভক্তের কাছ থেকে পাওয়া ১০০ কোটি টাকার সম্পত্তি কী করেছেন সঞ্জয় দত্ত

বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনে চমকপ্রদ ঘটনার অভাব নেই। কিন্তু এবার যা ঘটেছে, তা যেন রীতিমতো সিনেমার চিত্রনাট্য! এক ভক্ত তাঁর জন্য রেখে গিয়েছিলেন ৭২ কোটি রুপির (প্রায় ১০০ কোটি টাকা) সম্পত্তি। আর সঞ্জয় দত্ত? অবাক করে দিয়ে সবই ফিরিয়ে দিয়েছেন সেই ভক্তের পরিবারকে।

সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন ২০১৮ সালের সেই বহুল আলোচিত ঘটনার কথা। তিনি বলেন, ‘আমি ওটা ওর পরিবারকে ফেরত দিয়ে দিয়েছি।’ ওই ভক্ত নিশা পাটিল, ছিলেন মুম্বাইয়ের এক গৃহিণী। জানা যায়, মৃত্যুর আগে তিনি নিজের সম্পত্তি সঞ্জয় দত্তের নামে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ব্যাংককে। তাঁর মৃত্যু হয় ২০১৮ সালে।

সে সময় খবরটি শোরগোল ফেলে দিয়েছিল ভারতজুড়ে। একজন তারকার জন্য এমন আবেগঘন সম্পত্তি হস্তান্তর যেমন বিরল, তেমনি সঞ্জয়ের তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও প্রশংসিত হচ্ছে। বহু বছর পর আবার আলোচনায় উঠে এল এ ঘটনা এবার অভিনেতার নিজ মুখেই।

সঞ্জয় দত্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভক্তের কাছ থেকে পাওয়া ১০০ কোটি টাকার সম্পত্তি কী করেছেন সঞ্জয় দত্ত