সোনারগাঁয়ে বিদ্যুৎপৃষ্টে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু, আহত ১
Published: 7th, April 2025 GMT
সোনারগাঁ সরকারী কলেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমির হোসেন (৫০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় তার সহযোগী মো. শরীফ (৫০) নামে আরো একজন আহত হন।
সোমবার বিকেল ৩টার দিকে কলেজে একটি বিকল বৈদ্যুতিক মটর মেরামতের সময় এ ঘটনাটি ঘটে। নিহত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে সোনারগাঁ সরকারী কলেজে একটি বিকল বৈদ্যুতিক মটর মেরামতের জন্যে শরীফ ও আমির হোসেন যায়। কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ করাকালিন সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যায়, এবং তার সহকর্মী শরীফ গুরুতর আহত হন।
পরবর্তীতে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহতের ব পরিবার মৃতদের ময়নাতদন্ত করতে না চাওয়ায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা জানতে চাইলে তিনি বলে, কলেজ কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা আপাতত বলতে পারছি না। একটি ট্যাংকির কাজ করাকালীন তার মৃত্যু হয়। গাফলতি রয়েছে কিনা সেটা আমরা দেখবো।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।