এ মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান মিডফিল্ডারের সিটি ছাড়ার ঘোষণা আসার পর থেকেই তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এর মধ্যে সামনে এসেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির নামও।

ডি ব্রুইনাকে পাওয়ার ব্যাপারে ইন্টার মায়ামি বিশেষ একটি সুবিধাও পাচ্ছে। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মের মধ্যে ‘ডিসকভারি রাইটস’ বলে একটি বিষয় আছে। এই নিয়ম অনুসারে কোনো ক্লাব দলে নিতে চায় এমন সর্বোচ্চ পাঁচজনের একটি তালিকা করতে পারে।

এ তালিকায় থাকাদের সঙ্গে সবার আগে ওই ক্লাবই যোগাযোগ করতে পারে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইন্টার মায়ামির ‘ডিসকভারি রাইটস’ তালিকায় আছেন ডি ব্রুইনা।

আরও পড়ুনমৌসুম শেষেই সিটি ছাড়বেন ডি ব্রুইনা০৪ এপ্রিল ২০২৫

এর আগে গত গ্রীষ্মে ডি ব্রুইনার আরেক এমএলএস ক্লাব সান ডিয়েগোতে যোগ দেওয়ার কথা ছিল ডি ব্রুইনার। তবে অর্থনৈতিক কারণে স্পোর্টিং ডিরেক্টর টাইলের হিপস এই প্রচেষ্টা আর সামনে এগোতে দেননি।

কেভিন ডি ব্রুইনা মৌসুম শেষেই সিটি ছাড়বেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র ম য় ম ব র ইন

এছাড়াও পড়ুন:

মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস

এমএলএস অল-স্টার গেমে না খেলার কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞার জেরে গত রোববার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মেসিবিহীন সেই ম্যাচে সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মায়ামি।
তবে সেদিন খেলতে না পারায় মেসি নাকি বেশ ক্ষুব্ধ ছিলেন।

এমনকি সাংবাদিকদের সামনেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মায়ামি কোচ হাভিয়ার মাচেরানো। তবে সেই মাচেরানোই এবার অন্য কথা বলছেন। এই শাস্তি মেসির জন্য শাপেবর হয়েছে বলে মন্তব্য করেছেন মাচেরানো।

আরও পড়ুননিষেধাজ্ঞায় খেলতে পারেননি মেসি, খেপেছেন কোচ২৭ জুলাই ২০২৫

লিগস কাপে আগামীকাল মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাচেরানো বলেছেন, ‘আশা করি, লিও (মেসি) দারুণভাবে উজ্জ্বীবিত থাকবে। সত্যি বলতে, আমরা এই নিষেধাজ্ঞা আশা করিনি। তবে প্রতিটি খারাপ জিনিসেরও ভালো দিক থাকে। সত্যি কথা বলতে, টানা কয়েকটি ম্যাচ খেলার পর তাকে বাধ্যতামূলক বিশ্রাম দিতে হতো। (শাস্তিটা) যা তার জন্য ভালো হয়েছে। এখন সে নতুন করে লিগস কাপ ও এমএলএসের জন্য প্রস্তুত হতে পারবে।’

সেদিন এভাবেই একসঙ্গে বসে খেলা দেখেন মেসি ও দি পল

সম্পর্কিত নিবন্ধ

  • মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস