বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। তাড়া করতে নেমে ৩৯.১ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হন পাকিস্তানের মেয়েরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেলেন মেয়েরা। গত রোববার স্কটল্যান্ডের মেয়েদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ

আরও পড়ুনজিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ তানজিম৩ ঘণ্টা আগে

মারুফা–রাবেয়াদের বোলিংয়ের সামনে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান ৪০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ৩২ এসেছে দুয়া মাজিদের ব্যাট থেকে। আটে নেমে ২৬ রান করেন উম–ই–হানি। অন্যদের রানসংখ্যা যেন মুঠোফোনের নম্বর! প্রস্তুতি ম্যাচ বলেই সম্ভবত মোট ৯ জন বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার। মারুফা, ফাহিমা ও রাবেয়া ২টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। ইনিংসের নবম (৮.

৩) ওভারের মধ্যে দলীয় ৪৪ রানে ফিরে যান ওপেনার ইশমা তানজিম (১৯) ও তিনে নামা শারমীন আক্তার (১০)। ফারজানা ও নিগার মিলে ৩০ ওভার পর্যন্ত টেনে নেন বাংলাদেশের ইনিংসকে। দলীয় ১৫৩ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন ফারজানা। ৮৫ বলে ৫০ করেন এই ওপেনার।

রান পেয়েছেন অধিনায়ক নিগার

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন