সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। এতে সৌদি আরবে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রোনালদো।

নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে শেষ পর্যন্ত নতুন দেহরক্ষী নিয়োগ দিয়েছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও মালয়েশিয়ার সংবাদপত্র নিউ স্ট্রেটস টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো তাঁর আগের নিরাপত্তা দলের সব সদস্যকে বরখাস্ত করেছেন এবং স্বদেশি ক্লদিও মিগুয়েল ভাজকে নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

রোনালদোর নতুন দেহরক্ষী ক্লদিও মিগুয়েল ভাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নড়াইলে সাপের কামড়ে ইমামের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার চাকুলিয়া গ্রামে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে হাদিয়ার রহমান খাঁন (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে মারা যান তিনি। 

হাদিয়ার রহমান খাঁন চাকুলিয়া গ্রামের মৃত সমশের খাঁনের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ

কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খাঁন সোমবার বিকেলে জমিতে মাষকলাই রোপণ করতে যান। মাঠে কাজ করার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। সন্ধ্যায় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারা তাকে নড়াইল আধুনিক আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হাদিয়ার রহমান খাঁনকে মৃত ঘোষণা করেন।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ