ঢাকা প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডে সবচেয়ে বড় ও জমজমাট ম্যাচ অপেক্ষা করছে। মুখোমুখি লড়াইয়ে নামবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমিরা। তার আগে বুধবার (০৯ এপ্রিল) লিগের দশ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে দুই দলই। আবাহনী হারিয়েছে প্রাইম ব্যাংককে। মোহামেডান জিতেছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান একেবারেই শীর্ষে। আবাহনী ১০ ম্যাচে নয় জয় নিয়ে রয়েছে শীর্ষে। মোহামেডান সমান ম্যাচে জিতেছে আটটিতে। আজ বিকেএসপিতে অগ্রণী ব্যাংককে বড় ব্যবধানে হারিয়েছে তারা।

আগে ব্যাটিংয়ে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে ২৮৭ রান করে। জবাবে অগ্রণী ব্যাংকের ইনিংস থেমে যায় ২১৩ রানে। ৭৪ রানে জয় পায় মোহামেডান। তাদের জয়ের নায়ক মুশফিকুর রহিম। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে ৫৭ বলে ৭৫ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৬৪, তাওহীদ হৃদয় ৪২ ও রনি তালুকদার ৪৬ রান করেন। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদ (১৬), মেহেদী হাসান মিরাজ (১৮)। অগ্রণী ব্যাংকের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়ে আরিফ আহমেদ ছিলেন দলের সেরা।

লক্ষ্য তাড়ায় অমিত হাসান বাদে অগ্রণী ব্যাংকের হয়ে লড়তে পারেননি কেউ। ডানহাতি তরুণ ব্যাটসম্যান ১২৩ বলে ১০৫ রান করেন ৭ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। বাকিরা এসেছেন আর ফিরেছেন। শেষ দিকে শহীদুল ১৬, রবিউল ১১ রান করলে পরাজয়ের ব্যবধান কমে আসে।

আরো পড়ুন:

আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক

মাঠে ফিরেই নির্বাচকদের দিকে নাসিরের আঙুল

মোহামেডানের হয়ে বল হাতে ৩৪ রানে ৩ উইকেট নেন ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট নেন নাসুম ও তাইজুল। অগ্রণী ব্যাংকের এটি ১০ ম্যাচে চতুর্থ পরাজয়। সুপার লিগে উঠতে হলে শেষ রাউন্ডে তাদের জয় পেতেই হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ