আবাহনীর মুখোমুখির আগে মোহামেডানের আত্মবিশ্বাসী জয়
Published: 9th, April 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডে সবচেয়ে বড় ও জমজমাট ম্যাচ অপেক্ষা করছে। মুখোমুখি লড়াইয়ে নামবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। যে ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমিরা। তার আগে বুধবার (০৯ এপ্রিল) লিগের দশ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে দুই দলই। আবাহনী হারিয়েছে প্রাইম ব্যাংককে। মোহামেডান জিতেছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান একেবারেই শীর্ষে। আবাহনী ১০ ম্যাচে নয় জয় নিয়ে রয়েছে শীর্ষে। মোহামেডান সমান ম্যাচে জিতেছে আটটিতে। আজ বিকেএসপিতে অগ্রণী ব্যাংককে বড় ব্যবধানে হারিয়েছে তারা।
আগে ব্যাটিংয়ে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে ২৮৭ রান করে। জবাবে অগ্রণী ব্যাংকের ইনিংস থেমে যায় ২১৩ রানে। ৭৪ রানে জয় পায় মোহামেডান। তাদের জয়ের নায়ক মুশফিকুর রহিম। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে ৫৭ বলে ৭৫ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৬৪, তাওহীদ হৃদয় ৪২ ও রনি তালুকদার ৪৬ রান করেন। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদ (১৬), মেহেদী হাসান মিরাজ (১৮)। অগ্রণী ব্যাংকের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়ে আরিফ আহমেদ ছিলেন দলের সেরা।
লক্ষ্য তাড়ায় অমিত হাসান বাদে অগ্রণী ব্যাংকের হয়ে লড়তে পারেননি কেউ। ডানহাতি তরুণ ব্যাটসম্যান ১২৩ বলে ১০৫ রান করেন ৭ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। বাকিরা এসেছেন আর ফিরেছেন। শেষ দিকে শহীদুল ১৬, রবিউল ১১ রান করলে পরাজয়ের ব্যবধান কমে আসে।
আরো পড়ুন:
আবাহনীর জয়ে উজ্জ্বল অলরাউন্ডার মোসাদ্দেক
মাঠে ফিরেই নির্বাচকদের দিকে নাসিরের আঙুল
মোহামেডানের হয়ে বল হাতে ৩৪ রানে ৩ উইকেট নেন ইবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ২টি করে উইকেট নেন নাসুম ও তাইজুল। অগ্রণী ব্যাংকের এটি ১০ ম্যাচে চতুর্থ পরাজয়। সুপার লিগে উঠতে হলে শেষ রাউন্ডে তাদের জয় পেতেই হবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের যেসব আসনে নির্বাচন করার কথা রয়েছে, সেখানেও প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত সোহরাব- সমর্থকদের বিক্ষোভ
বিএনপির ঘোষিত আসনভিত্তিক তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের তাদের প্রার্থী এম এ কাইয়ুম। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এনামুল হক ভরসা। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। এই আসনে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের।
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে মো. মমিনুল হককে। এই আসনে নির্বাচন করতে পারেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাইজিংবিডি ডটকমকে বলেন, “এখন পর্যন্ত আমাদের দলের আসনভিত্তিক মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। যখন চূড়ান্ত করা হবে, আপনাদের জানানো হবে।”
এর আগে রবিবার (৩ নভেম্বর) সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। ঢাকা থেকেই আমি দাঁড়াব। আর কে কোন আসনে দাঁড়াবেন, আমরা প্রার্থী তালিকা এ মাসেই দিতে পারি।”
অবশ্য বিএনপি ও এনসিপি চূড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত যে কোনো আসনে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে বলে তারা ঘোষণা দিয়ে রেখেছে।
ঢাকা/রায়হান/রাসেল