‘আমাকে যদি কখনো আমেরিকা বের করে দেয়, আশ্রয় নেওয়ার মতো একটা দেশ আমার আছে’—১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে এসে সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার পর এভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে যুদ্ধপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁর সঙ্গে মার্কিন সরকারের বিরোধ তখন চরমে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি দিতে বিদেশি বন্ধুদের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে আসছে। গতকাল বুধবার কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে অবদানে স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) দেওয়া হয়।

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে কিহাক সাংয়ের হাতে এই স্বীকৃতি তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে অবদানে স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) দেওয়া হয়।

সম্মানসূচক নাগরিকত্বে সুবিধা কী

সরকারের নির্দেশনা অনুসারে বিদেশি নাগরিকদের সম্মানসূচক নাগরিকত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ।

এই অনুবিভাগের অতিরিক্ত সচিব মো.

শামীম খান প্রথম আলোকে বলেন, কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অভিপ্রায়ে। এর মধ্য দিয়ে মূলত একজন বিদেশির অবদানকে সরকার স্বীকৃতি দিল। একজন বাংলাদেশি নাগরিক যে আইনি ও রাজনৈতিক অধিকার ভোগ করেন, সেটা সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা পাবেন না।

উদাহরণ দিয়ে শামীম খান বলেন, এমন নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা ভোট দেওয়া বা ভোটে প্রার্থী হতে পারবেন না। তাঁরা ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা পাবেন। বাংলাদেশ এ পর্যন্ত কতজনকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে, তার সঠিক সংখ্যা তিনি বলতে পারেননি।

কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অভিপ্রায়ে। এর মধ্য দিয়ে মূলত একজন বিদেশির অবদানকে সরকার স্বীকৃতি দিল। একজন বাংলাদেশি নাগরিক যে আইনি ও রাজনৈতিক অধিকার ভোগ করেন, সেটা সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা পাবেন না।অতিরিক্ত সচিব মো. শামীম খান

কিহাক সাংকে নাগরিকত্ব দেওয়ার নেপথ্যে

কিহাক সাং তাঁর ৭৮ বছরের জীবনের অর্ধেকের বেশি সময় ধরে জড়িয়ে আছেন বাংলাদেশের সঙ্গে। আশির দশকে এ দেশের পোশাকশিল্পের যাত্রার শুরুতে তিনি ছিলেন এই শিল্পের যাত্রাসঙ্গী। শুধু তা–ই নয়, আশির দশকে বাংলাদেশের পোশাকশিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। তাঁর এই দীর্ঘ যাত্রা এখন এক শিল্পসাম্রাজ্যে রূপ নিয়েছে।

তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার বিষয়টি ফেসবুকে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি লিখেছেন, চীনের হাইনানে কয়েক সপ্তাহ আগে কিহাক সাংকে সম্মানসচূক নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সেখানে বিওএও সম্মেলনের এক ফাঁকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চান, বাংলাদেশকে নিজের হৃদয়ের সঙ্গে জড়িয়ে রাখা কিহাক সাংকে সম্মাননা জানানোর কোনো পরিকল্পনা আছে কি না। তখনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

এ পর্যন্ত কতজন বিদেশিকে বাংলাদেশ এ ধরনের সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পাঁচজনকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

কে, কেন সম্মানসূচক নাগরিকত্ব পেলেন

এ পর্যন্ত কতজন বিদেশিকে বাংলাদেশ এ ধরনের সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পাঁচজনকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মোহাম্মদ আলী

১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে পাঁচ দিনের জন্য বাংলাদেশ সফর করেন মোহাম্মদ আলী। বাংলাদেশ সার্কেল নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, ব্রিটিশ ফিল্মমেকার রেগিনাল্ড মাসাই ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী গিয়াস উদ্দিনের উদ্যোগে মোহাম্মদ আলী বাংলাদেশ সফর করেন। বক্সিংয়ে অসাধারণ অবদানকে সম্মান জানাতেই তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশ। দেওয়া হয় বাংলাদেশি পাসপোর্টও।

অমর্ত্য সেন

১৯৩৩ সালে বাংলাদেশের মানিকগঞ্জে জন্ম অমর্ত্য সেনের। ১৯৪৫ সালে দেশত্যাগের আগে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে তাঁর শিক্ষাজীবনের শুরু। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পাওয়ার পর ঢাকার বলধা গার্ডেনে তাঁর সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাঁর হাতে সম্মানসূচক নাগরিকত্ব তুলে দেওয়া হয়। অর্থনীতিতে তাঁর অর্জনকে সম্মান জানাতে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

ডা. এড্রিক বেকার

এড্রিক বেকারের জন্ম ১৯৪১ সালে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে। ১৯৬৫ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করে নিউজিল্যান্ড সরকারের সার্জিক্যাল টিমে যোগ দিয়ে চলে যান যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনামে। সেখানে কাজ করেন ১৯৭৫ সাল পর্যন্ত। মাঝখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে স্নাতকোত্তর কোর্স করেন ট্রপিক্যাল মেডিসিন, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা এবং শিশুস্বাস্থ্য বিষয়ে। ১৯৭৯ সালে চলে আসেন বাংলাদেশে।

বাংলাদেশে এসে এড্রিক বেকার মেহেরপুর মিশন হাসপাতালে প্রায় দুই বছর এবং পরে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে কাজ করেন। এরপর যোগ দেন মধুপুর গড় এলাকার থানারবাইদ গ্রামের চার্চ অব বাংলাদেশের একটি ক্লিনিকে। স্বাস্থ্য খাতে তাঁর নিঃস্বার্থ ও নিরলস সেবার স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে ২০১১ সালে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।

ফাদার মারিনো রিগন

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় ইতালির নাগরিক ফাদার মারিনো রিগনকে ২০০৯ সালে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশ সরকার। ১৯৫৩ সালে মিশনারি কাজের অংশ হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন তিনি। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদানে নিজেকে নিয়োজিত করেন।

গর্ডন গ্রিনিজ

১৯৯৬ সালে গর্ডন গ্রিনিজ আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে। এ দেশে থাকলেন তিন বছর। ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে আকরাম, আতহার, মিনহাজুল, আমিনুল, রফিক, হাসিবুল, খালেদ মাসুদ, খালেদ মাহমুদদের নিয়ে এনে দিলেন অবিস্মরণীয় এক সাফল্য। এ দেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। তারই স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে গ্রিনিজের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশি পাসপোর্ট ও সম্মানসূচক নাগরিকত্ব।

আরও পড়ুনরাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া কে এই কিহাক সাং২০ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ সরক র র একজন ব অবদ ন

এছাড়াও পড়ুন:

মেয়েকে নিয়ে টিকে থাকতে না পেরে বিদেশ চলে যান পিয়া বিপাশা

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।

পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’

বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’

পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করি, আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’ 

পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।

২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধীদের তোপের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
  • মিরাজ বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ
  • সেঞ্চুরির পর ৫ উইকেট, মিরাজ ধন্যবাদ দিলেন ৬ জনকে
  • পেশায় বাসচালক, আড়ালে করেন ইয়াবার কারবার
  • ঢাকায় চালান পৌঁছে প্রতি মাসে পান ৬ লাখ টাকা
  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
  • টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা
  • মেয়েকে নিয়ে টিকে থাকতে না পেরে বিদেশ চলে যান পিয়া বিপাশা