চ্যাম্পিয়ন্স লিগ পাওয়ার র্যাঙ্কিং: শিরোপা লড়াইয়ে শীর্ষে বার্সা
Published: 10th, April 2025 GMT
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষ হয়েছে। দুর্দান্ত ফুটবল খেলে বার্সেলোনা এবং পিএসজি এক প্রকার সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। যদিও দুই দলেরই অ্যাওয়ে ম্যাচ বাকি আছে।
বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মধ্যে হতে পারে শেষ চারে যাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই। রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে ঘরের মাঠে বড় ব্যবধানে হারিয়ে সেমির স্বপ্ন দেখছে মিকেল আর্তেতার আর্সেনালও। যদিও লস ব্লাঙ্কোস ফুটবলার এবং ভক্তরা রিয়ালের চিরচেনা কামব্যাকের আশায় বুক বাঁধছে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল দলগুলোর শিরোপা জয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে পাওয়ার র্যাঙ্কিং প্রস্তুত করেছে। ওই র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বার্সেলোনা। কাতালানরা গ্রুপ পর্ব শুরু করেছিল হার দিয়ে। পরের প্রতিটি ম্যাচে দাপট দেখিয়েছে হানসি ফ্লিকের দল। গ্রুপ পর্বে তারা দ্বিতীয় অবস্থানে ছিল। সেমিফাইনালে এক পা দিয়ে রাখা বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ ইন্টার মিলান নয়তো বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের র্যাঙ্কিংয়ে দুইয়ে আছে পিএসজি। গ্রুপ পর্ব উৎরাতে কষ্ট হয়ে গেছে প্যারিসিয়ানদের। কিন্তু নক আউট পর্বে লুইস এনরিকের দল অসাধারণ খেলছে। দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে তারা। অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে দিয়ে রেখেছে এক পা। শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল। যদিও রিয়াল মাদ্রিদকে বাতিলের খাতায় ফেলার দুঃসাহস দেখানো কঠিন।
পাওয়ার র্যাঙ্কিংয়ে তিনে আছে ইন্টার মিলান। তারা বায়ার্নের মাঠ থেকে ২-১ গোলে জিতেছে। ইনজাগির রক্ষণ দেয়াল ভেদ করে সানসিরোয় জয় তুলে নেওয়া বায়ার্নের জন্য খুবই কঠিন হবে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের বড় দল বায়ার্নকেও ছোট করার সুযোগ নেই। ইন্টার লিগ শিরোপার লড়াইয়েও শীর্ষে আছে।
র্যাঙ্কিংয়ে চারে আছে আর্সেনাল। প্রথম লেগের জয় বিবেচনায় ইন্টারের চেয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশি আর্সেনালের। কিন্তু গানারদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলেই তাদের চারে রাখা হয়েছে। পাঁচে আছে বায়ার্ন মিউনিখ। ছয়ে অ্যাস্টন ভিলাকে রেখে সাতে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদকে। আট দলের মধ্যে আটে আছে বরুশিয়া ডর্টমুন্ড।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসস প রথম ল গ আর স ন ল ফ ইন ল ইন ট র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা