তিনি কেন কাভারাডোনা, দুর্দান্ত এক গোলেই প্রমাণ দিলেন
Published: 10th, April 2025 GMT
জর্জিয়ার বয়সভিত্তিক ফুটবলে প্রায় প্রতি ম্যাচেই অন্তত ১০টির বেশি ড্রিবলিং করতেন। ব্রাজিলের কিংবদন্তি ও সর্বকালের অন্যতম সেরা ড্রিবলারদের একজন গারিঞ্চার নামের সঙ্গে মিলিয়ে তখন থেকেই তাঁকে ‘কাভারিঞ্চা’ নামে ডাকার শুরু। বেড়ে ওঠার পর নাপোলিতে যোগ দেওয়ার আগে পরিচিতি পান ‘জর্জিয়ান মেসি’ নামে। আর নাপোলিতে থাকতে তুলনা চলেছে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। সে জন্যই তখন খিচা কাভারাস্কেইয়াকে অনেকে ‘কাভারাডোনা’ নামে ডাকতে শুরু করেন। শেষ পর্যন্ত এই নামটিই ইউরোপে পরিচিতি পেয়েছে সবচেয়ে বেশি।
আরও পড়ুন২ গোলে পিছিয়ে পড়েও মেসি–জাদুতে সেমিফাইনালে মায়ামি১৪ ঘণ্টা আগেজর্জিয়ান উইঙ্গার নাপোলিতে থাকতেই ‘কাভারাডোনা’ নামের প্রতি সুবিচার করেছেন। ইতালিয়ান ক্লাবটিতে আড়াই বছরের ক্যারিয়ারে ৩৩ বছর পর ক্লাবটিকে জিতিয়েছেন সিরি আ। গোল করানোয় লিগে সে মৌসুমে তাঁর ওপরেও কেউ ছিল না। নাপোলিকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও। সে যাহোক, গত জানুয়ারিতে ঠিকানা পাল্টে কাভারাস্কেইয়া এখন পিএসজির। তবে ঠিকানা পাল্টে ফেললেও ভূমিকা পাল্টায়নি ২৪ বছর বয়সী এই উইঙ্গারের। ড্রিবলিং করছেন আগের মতোই, পাচ্ছেন অবিশ্বাস্য গোলের দেখাও।
বাঁ পায়ের শটে গোল করেন কাভারাস্কেইয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি