তিনি কেন কাভারাডোনা, দুর্দান্ত এক গোলেই প্রমাণ দিলেন
Published: 10th, April 2025 GMT
জর্জিয়ার বয়সভিত্তিক ফুটবলে প্রায় প্রতি ম্যাচেই অন্তত ১০টির বেশি ড্রিবলিং করতেন। ব্রাজিলের কিংবদন্তি ও সর্বকালের অন্যতম সেরা ড্রিবলারদের একজন গারিঞ্চার নামের সঙ্গে মিলিয়ে তখন থেকেই তাঁকে ‘কাভারিঞ্চা’ নামে ডাকার শুরু। বেড়ে ওঠার পর নাপোলিতে যোগ দেওয়ার আগে পরিচিতি পান ‘জর্জিয়ান মেসি’ নামে। আর নাপোলিতে থাকতে তুলনা চলেছে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। সে জন্যই তখন খিচা কাভারাস্কেইয়াকে অনেকে ‘কাভারাডোনা’ নামে ডাকতে শুরু করেন। শেষ পর্যন্ত এই নামটিই ইউরোপে পরিচিতি পেয়েছে সবচেয়ে বেশি।
আরও পড়ুন২ গোলে পিছিয়ে পড়েও মেসি–জাদুতে সেমিফাইনালে মায়ামি১৪ ঘণ্টা আগেজর্জিয়ান উইঙ্গার নাপোলিতে থাকতেই ‘কাভারাডোনা’ নামের প্রতি সুবিচার করেছেন। ইতালিয়ান ক্লাবটিতে আড়াই বছরের ক্যারিয়ারে ৩৩ বছর পর ক্লাবটিকে জিতিয়েছেন সিরি আ। গোল করানোয় লিগে সে মৌসুমে তাঁর ওপরেও কেউ ছিল না। নাপোলিকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও। সে যাহোক, গত জানুয়ারিতে ঠিকানা পাল্টে কাভারাস্কেইয়া এখন পিএসজির। তবে ঠিকানা পাল্টে ফেললেও ভূমিকা পাল্টায়নি ২৪ বছর বয়সী এই উইঙ্গারের। ড্রিবলিং করছেন আগের মতোই, পাচ্ছেন অবিশ্বাস্য গোলের দেখাও।
বাঁ পায়ের শটে গোল করেন কাভারাস্কেইয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে