রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুরে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে দলটি।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ১০ এপ্রিল রাতে সেগুনবাগিচায় বাসদের কেন্দ্রীয় কার্যালয়ের পাঁচ ও ছয়তলার দুটি সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বাসদের কর্মীদের বাধার মুখে দুর্বৃত্তরা একটি সাইনবোর্ড নিয়ে পালিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, এর আগের রাতেও (৯ এপ্রিল) সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। বাসদের কর্মীদের বাধার মুখে সেটা সম্ভব হয়নি। বিবৃতিতে বাসদের রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ

বাসদের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ জোটের এক বিবৃতিতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছে তারা।

এই বিবৃতিদাতারা হলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণত ন ত র ক

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ