রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুরে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে দলটি।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ১০ এপ্রিল রাতে সেগুনবাগিচায় বাসদের কেন্দ্রীয় কার্যালয়ের পাঁচ ও ছয়তলার দুটি সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বাসদের কর্মীদের বাধার মুখে দুর্বৃত্তরা একটি সাইনবোর্ড নিয়ে পালিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, এর আগের রাতেও (৯ এপ্রিল) সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। বাসদের কর্মীদের বাধার মুখে সেটা সম্ভব হয়নি। বিবৃতিতে বাসদের রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ

বাসদের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ জোটের এক বিবৃতিতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছে তারা।

এই বিবৃতিদাতারা হলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা ও সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণত ন ত র ক

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ