কুষ্টিয়ার চালকল মালিক ও ব্যবসায়ী আবদুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনাকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব। তিনি বলেন, রশিদ নাটক তৈরি করেছেন।

শুক্রবার কুষ্টিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনের ব্যানারে আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি লেখা থাকলেও মঞ্চে বিপ্লব ছাড়া আহ্বায়ক বা অন্য কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি। লিখিত সংবাদ সম্মেলনে তিনি চালকল নেতা রশিদকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন। 

গত বুধবার দুপুরে শহরের গোশালা সড়কে রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় রশিদ খাজানগর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। তিনি বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি। সদর উপজেলার খাজানগর এলাকায় তাঁর বড় কয়েকটি চালকল রয়েছে।

বিএনপির সদস্য সচিব বলেন, রাজনৈতিক বিরোধের কারণে রশিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে ফাঁসানোর চক্রান্ত করছেন। বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে নির্যাতিত ও নিপীড়িত হয়েছি। ৯টি মামলাসহ ১৫টি মামলা মাথায় নিয়ে আমি কুষ্টিয়ায় আন্দোলন-সংগ্রাম করেছি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা থাকায় কোনো টেন্ডারবাজির সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, আবদুর রশিদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে আওয়ামী লীগের ওই দোসর মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুর রশিদ বলেন, জাহিদুল ইসলামের করা অভিযোগের কোনো ভিত্তি নাই। তাঁর সব অভিযোগ মিথ্যা বানোয়াট। থানায় মামলা করা হয়েছে। বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনী দেখছে। তারাই তদন্ত করে দেখবে কারা কারা জড়িত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ঘটন ব এনপ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ