সৌদি আরবের ৮ হাজার কোটি টাকার প্রস্তাব ফেরানো সালাহ লিভারপুলে কত পাচ্ছেন
Published: 12th, April 2025 GMT
মোহাম্মদ সালাহ লিভারপুলে থাকবেন কি না, সেটা নিয়ে সংশয় ছিল অনেক দিন। কখনো মনে হয়েছে সালাহ লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করবেন, আবার কখনো সালাহর লিভারপুল ছাড়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে সব শঙ্কা উড়িয়ে গতকাল লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন সালাহ। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থাকবেন সালাহ।
তবে সালাহর জন্য লিভারপুলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। বেশ কিছু দিন ধরেই সৌদি ক্লাবগুলোর চোখ ছিল তাঁর ওপর। তাঁকে কেনার জন্য রীতিমতো টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছিল ক্লাবগুলো।
সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সৌদি আরবে গেলে সালাহ অন্তত ৮ হাজার কোটি টাকার মতো আয় করতে পারতেন। কিন্তু অবিশ্বাস্যভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন সালাহ এবং সিদ্ধান্ত নেন লিভারপুলে থেকে যাওয়ার।
আরও পড়ুন২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ১১ এপ্রিল ২০২৫এখন নতুন করে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়নের মধ্য দিয়ে সালাহর বড় অঙ্কের দলবদলের সম্ভাবনাও একরকম শেষ হয়ে গেল। কারণ, লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি যখন শেষ হবে তখন তাঁর বয়স হবে ৩৪।
লিভারপুলে আরও সাফল্য চান সালাহ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যা ঘটেছিল
২৩ আগস্ট রাতে আমাদের গ্রেপ্তার
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামন, এই লেখক শেখ আবদুল আজিজ ও আবদুস সামাদ আজাদ—এই ৬ জনকে ১৯৭৫ সালের ২৩ আগস্ট একসঙ্গে গ্রেপ্তার করে আমাদের পল্টনে কন্ট্রোল রুমে একটি ভাঙা বাড়িতে নেওয়া হয়। আমরা বসা অবস্থায় বঙ্গবন্ধুর ভগ্নিপতি সৈয়দ আহমদকে মুক্তি দেওয়ার জন্য জনৈক কর্নেল ফারুককে অনুরোধ করেছিলেন।
কর্নেল ফারুক উত্তরে বলেছিলেন, ‘আপনাদের সবার ট্রায়াল এখানে হবে।’ আমাদের উদ্দেশ করে বলা হয়েছিল, ‘ইউ উইল হ্যাভ টু জাস্টিফাই ইয়োর করাপশন।’ এ কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভাবলাম, এটা কোর্ট নয়, আদালত নয়, কীভাবে এখানে বিচার হবে? এই পরিস্থিতিতে আমাদের পরস্পরের কথা বন্ধ হয়ে গিয়েছিল।
ইতিমধ্যে মেজর ডালিম এসে এইচ এম কামারুজ্জামানের সঙ্গে আস্তে আস্তে কথা বলতে লাগল। কামরুজ্জামান ডালিমকে বলেছিল, ‘এ রকম তো কথা ছিল না!’ তারপর ডালিম চলে গেল। আমাদের সামনে আমাদের সহানুভূতিশীল পুলিশ কর্মচারীরা দৌড়াদৌড়ি করছিল। কিছু সময় পর তারা এসে বলল, ‘আপনারা এই গাড়ি ও মাইক্রোবাসে তাড়াতাড়ি ওঠেন; সেন্ট্রাল জেলে যেতে হবে।’ আমরা গাড়িতে উঠলাম এবং ভাবলাম, বেঁচে গেলাম। সেন্ট্রাল জেলে প্রবেশ করলাম। আমাদের নতুন জেলে থাকার জায়গা করে দেওয়া হলো।