সৌদি আরবের ৮ হাজার কোটি টাকার প্রস্তাব ফেরানো সালাহ লিভারপুলে কত পাচ্ছেন
Published: 12th, April 2025 GMT
মোহাম্মদ সালাহ লিভারপুলে থাকবেন কি না, সেটা নিয়ে সংশয় ছিল অনেক দিন। কখনো মনে হয়েছে সালাহ লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করবেন, আবার কখনো সালাহর লিভারপুল ছাড়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে সব শঙ্কা উড়িয়ে গতকাল লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন সালাহ। অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থাকবেন সালাহ।
তবে সালাহর জন্য লিভারপুলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। বেশ কিছু দিন ধরেই সৌদি ক্লাবগুলোর চোখ ছিল তাঁর ওপর। তাঁকে কেনার জন্য রীতিমতো টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছিল ক্লাবগুলো।
সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সৌদি আরবে গেলে সালাহ অন্তত ৮ হাজার কোটি টাকার মতো আয় করতে পারতেন। কিন্তু অবিশ্বাস্যভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন সালাহ এবং সিদ্ধান্ত নেন লিভারপুলে থেকে যাওয়ার।
আরও পড়ুন২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ১১ এপ্রিল ২০২৫এখন নতুন করে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়নের মধ্য দিয়ে সালাহর বড় অঙ্কের দলবদলের সম্ভাবনাও একরকম শেষ হয়ে গেল। কারণ, লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি যখন শেষ হবে তখন তাঁর বয়স হবে ৩৪।
লিভারপুলে আরও সাফল্য চান সালাহ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এনআরবিসি ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) ফেনীর একটি হোটেল অনুষ্ঠিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, কুমিল্লা জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করীমসহ শাখা-উপশাখাগুলোর সব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
সাউথইস্ট ব্যাংকের এমডির পদত্যাগ
ঋণ খেলাপি মামলা করায় ব্যাংক ম্যানেজারকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীর সমন্বয়ে গঠিত কুমিল্লা জোনের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ ৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনতে হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়মনীতির অনুসরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।অন্যদিকে ঋণশৃঙ্খলা অনুসরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন সম্পদ বাড়াতে হবে। ঋণ আদায় বাড়াতে প্রয়োজনীয় আইনগত পদ্ধতির প্রয়োগ করতে হবে। এতে কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত হবে এবং সাথে সাথে ব্যাংকের মুনাফা বৃদ্ধিসহ অন্যান্য সূচকে অগ্রগতি হবে।”
তিনি আরো বলেন, “সুদবিহীন ও স্বল্প সুদের আমানতের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে তহবিল ব্যয় কমিয়ে আনা এবং সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে।”
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ব্যাংকের বিপুলসংখ্যক শাখা-উপশাখা রয়েছে। কুমিল্লায় বড় শিল্পের পাশাপাশি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) রয়েছে। এছাড়া মৎস্য চাষ ও কৃষিভিত্তিক শিল্পের দ্রুত প্রসার ঘটছে কুমিল্লায়।এই অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে এসব খাতের উন্নয়নে সার্বিক সেবা কার্যক্রম আরো বাড়াতে হবে। বিপুলসংখ্যক প্রবাসীদের তাদের প্রয়োজন বিবেচনা করে ব্যাংকিং সেবা বিস্তার ঘটাতে হবে।”-বিজ্ঞপ্তি
ঢাকা/এসবি