২০১৮ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার গুপ্তা পরিচালিত ‘রেইড’ ছবিটি। এবার আসতে চলেছে এর দ্বিতীয় কিস্তি। ‘রেইড’ ছবিতে বলিউড সুপারস্টার অজয় দেবগন ‘অময় পটনায়ক’ নামের এক সৎ আয়কর অফিসারের চরিত্রে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ‘রেইড ২’-তে আবার দেখা যাবে তাঁর পরাক্রম। তবে ‘রেইড’-এ অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজকে। এবার ইলিয়ানার বদলে আসতে চলেছেন বাণী কাপুর। ‘রেইড ২’ ছবিতে অজয়ের স্ত্রী বদল নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। ‘রেইড ২’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয় ও বাণী এ প্রশ্নের জবাব দিলেন।
সম্প্রতি মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘রেইড ২’ ছবির ট্রেলার। রাজকুমার গুপ্তা পরিচালিত এই ছবিতে এবার খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রীতেশ দেশমুখকে। আর ‘রেইড ২’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা সৌরভ শুক্লা।
‘রেইড ২’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।