সোনার দামে আবার রেকর্ড, ভরিতে বাড়ল ৪,১৮৭ টাকা
Published: 12th, April 2025 GMT
দেশে দুই দিনের ব্যবধানে আবার সোনার দাম বেড়েছে। তাতে মূল্যবান এ ধাতুর দামে নতুন আরেকটি রেকর্ড হয়েছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৮৭ টাকা। ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
১০ এপ্রিল রাতে সোনার দাম ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস। তাতে এক ভরি সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। সেটিও ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড, যা আজ ভেঙে গেছে।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৪ হাজার ১৮৭ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৪২৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ৯২৭ টাকা দাম বাড়বে। তাতে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা।
আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকায় বিক্রি হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২২ ক য র ট
এছাড়াও পড়ুন:
রমজানের আগে নির্বাচন ভালো পদক্ষেপ, স্বাগত জানাল ৪টি দল
আগামী ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে চারটি রাজনৈতিক দল। তারা বলছে, সব দিক বিবেচনায় রমজানের আগে নির্বাচন ভালো পদক্ষেপ।
প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে স্বাগত জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রথম আলোকে বলেন, সব দিক বিবেচনায় রমজানের আগে নির্বাচন করা ভালো পদক্ষেপ। এখন রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে কীভাবে তারা এই নির্বাচন অনুষ্ঠান করবে।
এদিকে রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি।
নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলনও। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক বিবৃতিতে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক, এর সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করি।’
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে, এমন আশাবাদ ব্যক্ত করে ভাসানী জনশক্তি পার্টি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে। দলটি মনে করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। এবং সব রাজনৈতিক দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।
আরও পড়ুনফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন৩ ঘণ্টা আগে