আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের জন্য রাঙামাটি জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরীকে হেফাজতে নেওয়া হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো.

আহসান হাবীব। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবেন। এ জন্য তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। আজই তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, অনির্বান চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিজীবন শুরু করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত বছরের ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রাঙামাটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হিসেবে কর্মরত রয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন র ব ন চ ধ র

এছাড়াও পড়ুন:

ফজলুর রহমান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

রাতে কিশোরগঞ্জ-৪ আসনের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। এসময় এমন খুশির খবরে আনন্দ মিছিলের পাশাপাশি মিষ্টি বিতরণ করেন তারা।

এছাড়াও কিশোরগঞ্জের আরো তিনটি আসনে তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেন স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জেলা জজ কোর্টের পিপি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তারাইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা (পদ স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) এই দুই আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি।

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ