বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ২য় গেইটে টিকেট বুথ উদ্ধোধন
Published: 13th, April 2025 GMT
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ২য় গেইটে টিকেট বুথ উদ্ধোধন করা হয়ছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে সহজের কারিগরী সহযোগিতা ও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ব্যবস্থাপনায় টিকেট বুথ উদ্ধোধ করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম।
এ সময় কাজী মাহবুবুর রহমান বলেন, লোক ও কারুশিল্পদের সার্বিক উন্নয়নে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
তিনি আরো বলেন, ২নং গেইটের কাছে যেহেতু কারুপল্লী দর্শানাথীরা সহজে এই গেইট টি উদ্ধোধন ফলে সহজে ঘুরতে পারবে। সবচেয়ে বেশী উপকিত হবে লোক কারুশিল্পীরা।
আশা করি বিলুপ্ত হাত থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে কারুশিল্প রক্ষা পাবে। কারুশিল্পীরা যে সঠিক মূল্য কারুপন্য বিক্রি করে বলেন। কারুশিল্পীরা প্লাস্টিকের পণ্য ও পলিথিন বর্জন করার আহবান জানায়।
এ সময় উপস্থিত ছিলেন লোক ও কারুশিল্প রেজিষ্টার অফিসার এ কে এম মুজাম্মেল হক, নিরাপত্তা কর্মী সাখাওয়াত হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সহজ লিমিটেড এর পরিচালক শাকিল জওয়াত রহিম, সিনিয়র এক্সিকিউটিভ সুমা আক্তার তুহিন, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, সাইফুল ইসলাম রিমু, কারুপল্লী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন, সহসভাপতি এম এ বাছেদ, যুগ্ম সম্পাদক তাইজ উদ্দীন, কোষাধক্ষ্য অমল চন্দ্র দত্ত প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।