লা লিগায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এখন রিয়াল মাদ্রিদের জন্য প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। আজ রোববার রাতে আলাভেসের বিপক্ষে তেমন এক ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। নাটকীয় এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখায় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে।

পরে অবশ্য আলাভেসের মানু সানচেজও লাল কার্ড দেখলে সংখ্যার দিক থেকে সমতা ফেরে ম্যাচে। তবে উত্থান-পতনে ভরপুর রোমাঞ্চের ম্যাচটিতে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়ালই। ম্যাচের প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার করা একমাত্র গোলটিই গড়ে দিয়েছে পার্থক্য।

এই জয়ের পর ৩১ ম্যাচে ২ নম্বরে থাকা রিয়ালের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে বার্সেলোনা। লিগে এখন দুই দলেরই বাকি আছে ৭ ম্যাচ করে। সব মিলিয়ে লিগের শেষ ভাগে রোমাঞ্চ চরমে উঠতে যাচ্ছে, তা এখনই বলা যায়।

আরও পড়ুনসালাহর রেকর্ডে শিরোপা থেকে ৬ পয়েন্ট দূরে লিভারপুল১ ঘণ্টা আগে

আলাভেসের মাঠে ম্যাচের প্রথমার্ধের পুরোটাই ছিল নাটকীয়। ৯ মিনিটে কাছাকাছি গিয়ে গোলের সুযোগ হাতছাড়া করেন আরদা গুলের। এরপর ২০ মিনিটে রাউল আসেনসিওর গোল বাতিল হয় ফাউলের কারণে। তবে ৩৪ মিনিটে সেই আক্ষেপ ভুলিয়ে দেন এদুয়ার্দো কামাভিঙ্গা। দারুণ এক শটে লক্ষ্য ভেদ করে রিয়ালকে তিনি এগিয়ে দেন ১-০ গোলে।

কামাভিঙ্গার গোলের পর রিয়ালের উদ্‌যাপন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ