পলকের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সাইফের পুত্র ইব্রাহিম
Published: 15th, April 2025 GMT
বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। গত মাসে বলিউডে অভিষেক হয়েছে তার। তারকা সন্তান হওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম!
পলক-ইব্রাহিমের প্রেম নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু পলকের বাবার বক্তব্য এই প্রেমের গুঞ্জনের আগুনে হাওয়া হয়ে কাজ করেছিল। যদিও পলক ও তার মা এই গুঞ্জন মিথ্যা বলে দাবি করেন। এতদিন বিষয়টি নিয়ে চর্চা হলেও কখনো মুখ খুলেননি ইব্রাহিম। অপেক্ষায় অবসান টেনে নীরবতা ভাঙলেন এই অভিনেতা।
ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম আলী খান বলেন, “সে আমার ভালো বন্ধু। হ্যাঁ, খুব মিষ্টি মেয়ে। এতটুকুই।”
আরো পড়ুন:
ব্যবসায়ীকে সাইফের মারধরের অভিযোগ, ঘটনার বর্ণনা দিলেন অমৃতা
বাবা তুমি কি মারা যাচ্ছো, আহত সাইফকে প্রশ্ন করেছিল পুত্র তৈমুর
এর আগে ইব্রাহিম আলীর সঙ্গে পলক তিওয়ারির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে চর্চা কম হয়নি। তারপর ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেন পলক। তার ভাষায়— “এটি শুধুই বন্ধুত্ব। এগুলো সবই অনুমান করে বলা তাই এটি নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম এবং তখন ছবি তোলা হয়েছে। এতটুকুই। আর আমাদের সঙ্গে অনেকেই ছিল। শুধু আমরা ছিলাম তা নয়, কিন্তু ছবিটি সেভাবে তোলা হয়েছে। এই ধরনের খবর মানুষ পছন্দ করে। এ পর্যন্তই।”
ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা করে পলক তিওয়ারি বলেছিলেন, “আমরা খুব ভালো বন্ধু। সে খুব চমৎকার মানুষ। এতটুকুই। আমরা মাঝে মাঝে কথা বলি এ পর্যন্তই।”
‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেন বিশাল মিশ্রা। তা ছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।