পাবনায় নিখোঁজ শিশুর মুখ–ঝলসানো লাশ উদ্ধারের ঘটনায় মামলা, ধর্ষণের আলামত পায়নি পুলিশ
Published: 16th, April 2025 GMT
পাবনার চাটমোহর উপজেলায় ফসলের মাঠ থেকে আট বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে চাটমোহর থানায় মামলাটি করেছেন। তবে এ ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিশুটির শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।
মারা যাওয়া শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নে। মেয়েটি স্থানীয় মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ত। গত সোমবার বিকেলে দাদাবাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। সেখানে কিছুক্ষণ খেলাধুলার পর সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেয়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। গতকাল দুপুরে পাবনা ও নাটোরের সীমান্তবর্তী একটি গ্রামের ভুট্টাখেতে শিশুটির লাশ পাওয়া যায়।
যোগাযোগ করা হলে শিশুটির মা বলেন, কেন, কারা তাঁর মেয়েকে কী কারণে হত্যা করেছে, তিনি কিছুই বুঝতে পারছেন না। তবে যারাই হত্যা করুক, তিনি তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, নারী পুলিশ সদস্যরা শিশুটির সুরতহাল করেছেন। প্রাথমিকভাবে মেয়েটির শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মেয়েটির মুখে কয়েকটি ফুসকুড়ি দেখা গেছে। এটা গরম পানি অথবা দাহ্য কোনো পদার্থ দিয়ে হতে পারে। আজ দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মেয়েটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
ওসি মঞ্জুরুল আলম বেলা ২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলেই আছি। বিভিন্ন ক্লু ধরে মামলাটির তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
সহযোগিতার আশ্বাস তারেক রহমানেরহত্যা মামলাটি পরিচালনার জন্য শিশুর পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগী পরিবারকে তাৎক্ষণিক তাঁর পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল কাদের মিয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ বুধবার সকালে নিহত শিশুর বাড়িতে যান। তাঁরা তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দেন। আবদুল কাদের মিয়া বলেন, এই নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক বিচারে বিএনপি সার্বিক সহযোগিতা করবে।
আরও পড়ুননিখোঁজের পরদিন শিশুর মুখ ঝলসানো লাশ উদ্ধার১৫ এপ্রিল ২০২৫এদিকে শিশুটির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে নাটোর শহরের কানাইখালী চত্বরে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ বলেন, সাত বছরের শিশুর উদ্ধার হওয়া মরদেহ দেখেই অনুমান করা যায় ঘটনাটি কত নিষ্ঠুর। ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ করার পর তাকে গলা টিপে হত্যা করে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এই জঘন্য অপরাধীদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই দাবিতে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া শহরেও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ এপ্রিল) সাড়ে ৫ টার দিকে আদমজী চাষাড়া সড়কে ইপিজেড এর সামনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রংপুর বিভাগ তরুণ দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এস, এম খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সদস্য সচিব আরিফ মুন্সী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া, নীলফামারী জেলা তাঁতী দলের সদস্য মোঃ খোকা, লালমনিরহাট জেলা তাঁতি দলের সদস্য আশরাফ আহমেদ খান, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য নিতাই সরকার ,সঞ্চালনায় জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস, ও এলাকাবাসী।
তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী হইতে বিক্ষোভ মিছিল পরিচালনা শুরু করেন এবং আদমজী ইপিজেড এর সামনে অবস্থান করেন।
এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠী নেতারা বলেন, এই দায়েরকৃত মিথ্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
আমরা অন্তবর্তী সরকারের কাছে এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবি জানাই।
বক্তারা আরো বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা তাকে মিথ্যা আসামী বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তার মুক্তি দেওয়া হয়।