ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বার্সেলোনা একাডেমির সামার সকার ক্যাম্প। গত বছর শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের থেকে ভালো সাড়া পাওয়ায় এবারও ঢাকায় বসতে যাওয়া ক্যাম্পটি হবে  ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র (আইএসডি) আয়োজনে।

বার্সা একাডেমির প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই সামার ক্যাম্পটি আগামী ২২ থেকে ২৬ জুন পর্যন্ত চলবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য শুরু হয়েছে নিবন্ধন। ৭ থেকে ১৭ বছরের ফুটবলাররা এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করা যাবে: https://barcaacademy.

fcbarcelona.com/en/card/3660911/dhaka-camp লিংকে।

এবারের ক্যাম্প পরিচালনা করবেন বার্সা কোচ এরিক বেনাভিদেস ও বার্সা কো-অর্ডিনেটর হাভিয়ের তারসা। ক্যাম্পে কতজন অংশ নিতে পারবেন তা নিশ্চিত করা হয়নি। তবে আসন সংখ্যা সীমিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গতবার বার্সা ক্যাম্পে অংশ নেয়া আইএসডি’র গ্রেড-৭-এর শিক্ষার্থী আজান আবদুল্লাহ জানান, গতবারের সামার ক্যাম্পে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে তার। অবিশ্বাস্য ড্রিবলিং ও পাসিংয়ের জন্য বার্সেলোনা ফুটবল ক্লাব বেশ পরিচিত। তিনি জানান, এবারো তিনি ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: য় র জন য

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ