মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনদাতাদের গ্রেপ্তার দাবি
Published: 16th, April 2025 GMT
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) ঢাবির চারুকলা অনুষদে উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি জানিয়েছেন ঢাবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
আরো পড়ুন:
ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া ন্যক্কারজনক: সাদা দল
ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে
প্রাক্তন শিক্ষার্থী শিল্পী সঞ্জয় দে রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ঢাবির জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, সহকারী প্রক্টর ইসরাফিল রতন, শিল্পী ড.
শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একজন শিল্পীর বাড়িতে আগুন দেওয়ার মাধ্যমে পুরো শিল্পী সমাজের গায়ে আগুন দেওয়া হয়েছে। চারুকলা অনুষদের দীর্ঘদিনের ঐতিহ্য নববর্ষের শোভাযাত্রায় মোটিফ বানানোকে অপরাধ হিসেবে চিহ্নিত করে বেশ কিছুদিন ধরে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে বিরোধীতা করে আসছিল, তারাই যে পতিত স্বৈরাচারী সরকারের দোসর সেই ইঙ্গিতই বহন করে। যথাসময়ে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে সেসব অপরাধের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই।
তারা আরো বলেন, এবারের শোভাযাত্রার বিরোধীতাকারী, ১২ এপ্রিলের আগুন অপরাধী এবং শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া অপরাধীদের অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারী সব শিল্পী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের কাছে দাবি জানাচ্ছি।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন
রাজধানী ঢাকার সাথে মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সকালে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জায়েদুল ইসলাম মিয়ার হাতে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড: হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হাসানউদৌলা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম, সদস্য আল আমিন, কাউসার আলম, ফারুক মৃধা, রফিকুল ইসলাম, ইব্রাহিম, রাজু আহাম্মদ, হুমায়ুন, কাকলী প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যরা বলেন, নারায়ণগঞ্জে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক গুণ বেশি। এখান থেকে প্রতিদিন ২ লাখেরও বেশি মানুষ ঢাকা যাতায়াত করে এবং ৫০ হাজার মানুষ কর্মের তাগিদে প্রতিদিন নারায়ণগঞ্জে আসেন।
"যে সক্রিয় লাইন আছে, সে লাইনে মাত্র ৪ লাখ যাত্রী যাতায়াতের জন্য মতিঝিল থেকে উত্তরা এমআরটি-৬ হতে পারে। তবে, ৩ লাখ মানুষের জন্য নারায়ণগঞ্জে এমআরটি-২ হতে পারবে না কেন?
কোন অজুহাতেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।’ প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।