আইপিএল সুপার ওভারে দিল্লি ক্যাপিটালস কখনও হারেনি। বুধবার নিজেদের চতুর্থ সুপার ওভারেও জিতল তারা (দিল্লি ডেয়ারডেভিলস একবার হেরেছিল)। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিং আর ট্রিস্টান স্টাবস-লোকেশ রাহুলের নিখুঁত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় পেল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের ১১ রানের চ্যালেঞ্জ ৪ বলেই তুলে নেন লোকেশ রাহুল এবং ট্রিস্টান স্টাবস।

ম্যাচের নির্ধারিত ওভারে ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বলে সমতায় পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। তবে শেষ রানে ২ রান নিতে গিয়ে রানআউট হন ধ্রুব জুরেল, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে বল হাতে আবারও নজর কাড়েন মিচেল স্টার্ক। রাজস্থান রয়্যালসকে মাত্র ১১ রানেই আটকে দেন তিনি। রানআউট হন রিয়ান পরাগ ও যশস্বী জয়সোয়াল। হেটমায়ার করেন ৫ বলে ৭। জবাবে দিল্লির ব্যাট হাতে নামেন লোকেশ রাহুল ও ট্রিস্টান স্টাবস। চার বলেই ১৩ রান তুলে সুপার ওভারে দাপুটে জয় নিশ্চিত করেন তারা।  

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় রাজস্থান। দিল্লির শুরুটা কিছুটা ধাক্কা খেলেও অভিষেক পোড়েল (৩৭ বলে ৪৯) ও লোকেশ রাহুল (৩২ বলে ৩৮) ইনিংস মেরামত করেন। এরপর আক্সার প্যাটেল ঝড়ো ব্যাটিংয়ে ১৪ বলে করেন ৩৪ রান। স্টাবস করেন ১৮ বলে অপরাজিত ৩৪। নির্ধারিত ২০ ওভারে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮৮ রান।

জবাবে রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল ও নিতিশ রানা করেন সমান ৫১ রান করে। ধ্রুব জুরেল করেন ১৭ বলে ২৬ রান। কিন্তু শেষ বলের নাটকীয়তায় ম্যাচ যায় সুপার ওভারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ ল ল ক য প ট লস

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ