স্টার্কের ম্যাজিক, রুদ্ধশ্বাস সুপার ওভারে জয় দিল্লির
Published: 17th, April 2025 GMT
আইপিএল সুপার ওভারে দিল্লি ক্যাপিটালস কখনও হারেনি। বুধবার নিজেদের চতুর্থ সুপার ওভারেও জিতল তারা (দিল্লি ডেয়ারডেভিলস একবার হেরেছিল)। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিং আর ট্রিস্টান স্টাবস-লোকেশ রাহুলের নিখুঁত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় পেল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসের ১১ রানের চ্যালেঞ্জ ৪ বলেই তুলে নেন লোকেশ রাহুল এবং ট্রিস্টান স্টাবস।
ম্যাচের নির্ধারিত ওভারে ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বলে সমতায় পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। তবে শেষ রানে ২ রান নিতে গিয়ে রানআউট হন ধ্রুব জুরেল, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে বল হাতে আবারও নজর কাড়েন মিচেল স্টার্ক। রাজস্থান রয়্যালসকে মাত্র ১১ রানেই আটকে দেন তিনি। রানআউট হন রিয়ান পরাগ ও যশস্বী জয়সোয়াল। হেটমায়ার করেন ৫ বলে ৭। জবাবে দিল্লির ব্যাট হাতে নামেন লোকেশ রাহুল ও ট্রিস্টান স্টাবস। চার বলেই ১৩ রান তুলে সুপার ওভারে দাপুটে জয় নিশ্চিত করেন তারা।
এর আগে টস জিতে ফিল্ডিং নেয় রাজস্থান। দিল্লির শুরুটা কিছুটা ধাক্কা খেলেও অভিষেক পোড়েল (৩৭ বলে ৪৯) ও লোকেশ রাহুল (৩২ বলে ৩৮) ইনিংস মেরামত করেন। এরপর আক্সার প্যাটেল ঝড়ো ব্যাটিংয়ে ১৪ বলে করেন ৩৪ রান। স্টাবস করেন ১৮ বলে অপরাজিত ৩৪। নির্ধারিত ২০ ওভারে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮৮ রান।
জবাবে রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল ও নিতিশ রানা করেন সমান ৫১ রান করে। ধ্রুব জুরেল করেন ১৭ বলে ২৬ রান। কিন্তু শেষ বলের নাটকীয়তায় ম্যাচ যায় সুপার ওভারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ ল ল ক য প ট লস
এছাড়াও পড়ুন:
নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড।
শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল নিউজিল্যান্ড। ওয়ানডেতে এ নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ধবলধোলাই করল কিউইরা। প্রথম ধবলধোলাই করেছিল ১৯৮৪ সালে।
হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে মাত্র ৮৪ রান করেছেন। পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।
তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেয়েছিল। ১২.৫ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে কনওয়ে ৩৪ রানে রানআউট হলে জুটিটি ভাঙে। রবীন্দ্রর শট বোলার জেমি ওভারটনের হাতে লেগে নন স্ট্রাইকের স্টাম্পে লাগে। তখন কনওয়ে ছিলেন ক্রিজের বাইরে। একইভাবে আউট হয়েছেন টম ল্যাথামও। দুটি রানআউট এবং ওভারটন ও স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একটা সময়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
আরও পড়ুনরেকর্ড গড়া বাবরের রান পাকিস্তানের জয়ে কাজে লাগে না—কথাটি কতটুকু সত্য৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্যারিল মিচেল আউট হলে ম্যাচ ইংল্যান্ডের দিকেই হেলে পড়ে। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পায়। ২টি করে উইকেট নেন ওভারটন ও কারেন।
শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে