আইপিএলে প্রথম বলেই ছক্কা ১৪ বছরের কিশোরের
Published: 20th, April 2025 GMT
মাত্র ১৪ বছর বয়সেই স্বপ্নের জগতে পা রেখেছে বৈভব সূর্যবংশী। এই লাজুক স্কুলপড়ুয়া ক্রিকেটার আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অভিষিক্ত। প্রথম বলেই সাহসী এক ছক্কা মেরে আলোড়ন সৃষ্টি করেছেন সূর্যবংশী।
নির্ভীক এই বাঁহাতি ব্যাটসম্যানকে ইতোমধ্যেই ভারতের ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে এই কিশোর ২০ বলে ৩৪ রান করেছেন, যার মধ্যে ছিল তিনটি ছক্কা ও দুটি চার।
জয়পুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পান্থ। দ্রুত ৩ উইকেট হারালেও এডিন মার্করামের ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৬৬ রান ও আইয়ুশ বোদানির ৩৪ বলে ৫০ রানের সুবাদে বড় রানের ভিত পায় সফরকারীরা। শেষদিকে আব্দুল সামাদের ৪ ছক্কায় ১০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে লক্ষ্ণৌ পুঁজি দাঁড়ায় ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান।
আরো পড়ুন:
বেঙ্গালুরুর জন্য ঘরের মাঠ বিভীষিকা
হায়দরাবাদের বিপক্ষে ধীর উইকেটের সুবিধা নিল মুম্বাই
লক্ষ্য তাড়ায় নেমে রাজস্থান ১৭ ওভার শেষে রান ২ উইকেটে ১৬৫। ১৮ বলে দরকার ২৫ রান, হাতে ৮ উইকেট। এই ম্যাচও কিনা অবিশ্বাস্যভাবে হেরে বসলো রাজস্থান রয়্যালস, হাতে ৫ উইকেট রেখে!
ম্যাচটি হারলেও আলো কেড়ে নিয়েছেন ১৪ বছর ২৩ দিন বয়সের সূর্যবংশী। গত নভেম্বরের খেলোয়াড় নিলামে যখন তাকে ১৩ বছর বয়সেই ১,৩০,৫০০ ডলারে কেনা হয়, তখন থেকেই তিনি নজরে ছিলেন। বিস্ফোরক স্বভাবের এই বিধ্বংসী ব্যাটসম্যান স্পিন বলও করতে পারেন। তিনি ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহার থেকে এসেছেন, এবং তার বাবা একজন কৃষক ও খণ্ডকালীন সাংবাদিক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
মাত্র ১২ বছর বয়সে তিনি ২০২৪ সালের জানুয়ারিতে রঞ্জি ট্রফিতে ঘরোয়া ক্রিকেটে অভিষিক্ত হন। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান। সেই সিরিজেই তিনি মাত্র ৫৮ বলে সেঞ্চুরি হাঁকান। এটি ছিল যুব টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতক। দ্রুততম রেকর্ডটি ইংল্যান্ডের মঈন আলীর, ২০০৫ সালে গড়া।
তবে তার আন্তর্জাতিক খ্যাতি আসে আইপিএলের নিলামের তীব্র বিডিং যুদ্ধের মাধ্যমে। অভিষেক ম্যাচেই সাবেক খেলোয়াড়দের প্রশংসা কুড়িয়েছেন সূর্যবংশী। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন প্রথম বলেই ছক্কা হাঁকানো ভিডিটি ট্যাগ করে এক্স এ লিখেন, “এটা অবিশ্বাস্য।”
সাবেক ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার বলেন, “সে ১৪ বছর বয়সী, কিন্তু তার মানসিকতা ৩০ বছরের মতো। বৈভব সূর্যবংশী যেভাবে অভিজ্ঞ বোলারদের বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে, তা অবিশ্বাস্য।” আরেক সাবেক ভারতীয় তারকা সুরেশ রায়না বলেন, “সে ভবিষ্যতে ক্রিকেট শাসন করবে। সূর্যবংশী দেখিয়ে দেবে সে কী করতে পারে।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বছর বয়স ১৪ বছর উইক ট
এছাড়াও পড়ুন:
সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে: এনসিপি
সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার হোসেন এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, তাঁদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপ-লুডো খেলছে। তিনি বলেন, ‘আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।’
অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়ন করতে হবে।