সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ সীমা আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সীমা আক্তার সদর থানার চাষাঢ়া এলাকার গলাচিপা কলেজ রোডের জনির বাড়ির ভাড়াটিয়া। 

রবিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এরআগে শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ওই ইয়াবাসহ সীমা আক্তারকে গ্রেপ্তারকে করা হয়।  

আইনগত প্রক্রিয়া শেষে তাকে রবিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা পুলিশকে জানায়, তিনি এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, সোনারগাঁও থানার এসআই রতন বৈরাগী ও নারী কনস্টেবল তানজিল সঙ্গীয় অফিসারদের নিয়ে চেকপোস্ট-৭ ডিউটি করছিলেন।

চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির একপর্যায়ে কুমিল্লার দাউদকান্দি থেকে আসা ‘স্বাধীন সার্ভিস মিনি বাস’ (রেজি.

নং: মুন্সিগঞ্জ-জ-১১-০০৭৩) থামানো হলে এক নারী যাত্রী হঠাৎ বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন।

তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে। পরে নারী কনস্টেবল তানজিল কর্তৃক তল্লাশিতে ওই নারীর হাতে থাকা খয়েরি রঙের সাইড ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো পাঁচটি নীল রঙের জিপার প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ করে মোট ১ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ