সোনারগাঁয়ে ১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
Published: 20th, April 2025 GMT
সোনারগাঁয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ সীমা আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সীমা আক্তার সদর থানার চাষাঢ়া এলাকার গলাচিপা কলেজ রোডের জনির বাড়ির ভাড়াটিয়া।
রবিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এরআগে শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ওই ইয়াবাসহ সীমা আক্তারকে গ্রেপ্তারকে করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে তাকে রবিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা পুলিশকে জানায়, তিনি এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, সোনারগাঁও থানার এসআই রতন বৈরাগী ও নারী কনস্টেবল তানজিল সঙ্গীয় অফিসারদের নিয়ে চেকপোস্ট-৭ ডিউটি করছিলেন।
চেকপোস্টে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির একপর্যায়ে কুমিল্লার দাউদকান্দি থেকে আসা ‘স্বাধীন সার্ভিস মিনি বাস’ (রেজি.
তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে। পরে নারী কনস্টেবল তানজিল কর্তৃক তল্লাশিতে ওই নারীর হাতে থাকা খয়েরি রঙের সাইড ব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো পাঁচটি নীল রঙের জিপার প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ করে মোট ১ হাজার ইয়াবা ট্যাবলেট ছিল।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি