রেল স্টেশনে নারীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় স্বামীকে মারধর
Published: 20th, April 2025 GMT
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে স্ত্রীকে বাজে ইঙ্গিত এবং অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন স্বামীসহ তিনজন। আজ রোববার স্টেশনে বেড়াতে গিয়ে হামলার শিকার হন তারা। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
হামলায় চুন্নু আলম, তাঁর স্ত্রী সাদিয়া পারভিন মালা ও তাদের বন্ধু সোলেমান ইসলাম সাগরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, শহরের ফতেমোহাম্মদপুর এলাকার চুন্নু আলম স্ত্রী সাদিয়াকে সঙ্গে নিয়ে বাইপাস স্টেশনে বেড়াতে যান। তারা সেখানকার বিভিন্ন দৃশ্যের ছবি তুলছিলেন। এ সময় সিহাব হোসেন ও সোহান আলী নামের দুই তরুণ তাঁর স্ত্রীকে উদ্দেশ করে অশালীন ভাষায় বাজে ইঙ্গিত করে।
চুন্নু স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ জানালে দু’জনসহ সঙ্গে থাকা রমজান আলী, মতিউর রহমান, পাঁচু মিয়াসহ কয়েকজন তাঁর ওপর চড়াও হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে পিটিয়ে সেখানে ফেলে দেয়। খবর পেয়ে বন্ধু সাগর তাঁকে উদ্ধার করতে এলে তাঁকেও মারধর করে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক এর প্রতিবাদ জানান।
আহত চুন্নু বলেন, ‘আমি স্ত্রীকে বাইপাস স্টেশনের গ্রামীণ পরিবেশ ও সৌন্দর্য দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেখানে বখাটেরা তাঁকে ইভটিজিং করলে আমি প্রতিবাদ করি। এতে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে নেতৃত্ব দেয় সিহাব ও সোহান।’
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার প্রভাবশালী মতিউর রহমান ওরফে মতি মেম্বারের ছেলে সিহাব। তিনি বাবার দাপটে এলাকায় বখাটে আচরণ করলেও ভয়ে কেউ তাকে কিছু বলে না। এ বিষয়ে চেষ্টা করেও সিহাব ও সোহানের বক্তব্য জানা সম্ভব হয়নি।
সিহাবের বাবা মতিউর রহমান বলেন, এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, বাইপাস স্টেশনের ঘটনাটি লোকমুখে শুনেছেন। থানায় দেওয়া অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস