পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন প্রায় দুই যুগ পর রবিবার (২০ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও ইমরুল কায়েস কাব্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে রবিবার (২০ এপ্রিল) বিকেল ৬টায় ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কমিটিতে অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে শরিফুল ইসলাম, সহ-সভাপতি পদে সানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক পদে বায়েজিদ ইসলাম রিমন নির্বাচিত হয়েছে।

আরো পড়ুন:

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদল

মহেশখালীতে ছাত্রলীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

এর আগে কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ৫টি বুথে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইন ধরে পছন্দের প্রার্থীকে ভোট দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।

সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী জানান, সম্মেলনকে সামনে রেখে ২ হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়। তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ২ হাজার ২ জনকে। আর সম্মেলনে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘‘গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা তাই গণতান্ত্রিক ধারা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে আরো বেশি উন্নত করবে। সাম্য মানবিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণ নেতৃত্ব শিক্ষার্থীরা কাজ করবে। পরবর্তী স্তরে এই নেতৃত্ব তাদের বিকশিত করবে।’’ 

নবনির্বাচিত সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাস রাকিব বলেন, ‘‘আমি চাই সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে এই ক্যাম্পাসকে আরো বেশি সুন্দর, সুশৃঙ্খল, মাদক, সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করবো। শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস কীভাবে করা যায়, সেই লক্ষ্যে কাজ করবো। শিক্ষার্থীরা আজ আমাকে যে দায়িত্ব দিলেন তা আমি সম্মান ও ভালোবাসার সঙ্গে পালন করার চেষ্টা করবো।’’ 

সর্বশেষ ২০০২ সালে সরকারি পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
 

ঢাকা/শাহীন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ক ন দ র য় ছ ত রদল র স ত হয় ছ ল ইসল সরক র ইসল ম

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ