বরিশাল নগরে মোস্তাফিজুর রহমান (৪০) নামের ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) এক চালকের ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হুমকি পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে তিনি ‘আত্মহত্যা’ করেছেন।

আজ রোববার সকালে নগরের চৌমাথার হাতেম আলী কলেজ-সংলগ্ন এলাকায় নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর লাশ বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

মারা যাওয়া মোস্তাফিজুরের স্ত্রী হনুফা আক্তার জানান, কয়েক বছর ধরে নিজের পৈতৃক জমিতে বসবাস করছিলেন তাঁরা। ওই জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ ছিল। বেশ কয়েক দিন ধরে ওই জমি দখলের হুমকি পেয়ে আসছিলেন মোস্তাফিজ। হুমকি পেয়ে তিনি বেশ কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। সেই হতাশা ও আতঙ্ক থেকে আজ ভোরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ‘আত্মহত্যা’ করেন তিনি। সকালে ঘুম থেকে উঠে তাঁরা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।

মোস্তাফিজের ভগ্নিপতি মো.

রেজাউল প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুর হৃদ্‌রোগী ছিলেন। বছরখানেক আগে হৃদ্‌যন্ত্রে অস্ত্রাপচারের পর সুস্থ জীবন যাপন করছিলেন। সম্প্রতি পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কাছ থেকে হুমকি পান। এরপর তিনি দুঃশ্চিন্তা ও আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং লাশ উদ্ধার করেন। এখন লাশ শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বর শ ল

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ