আল্টিমেটাম অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কোনো কর্মসূচি থাকছে না বলে জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

রোববার রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত আসছে...
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রিমিয়ার লিগে ‘বাতিল’ ইউনাইটেড–টটেনহামই এখন ইউরোপে ফাইনালের পথে

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এক দলের অবস্থান ১৪তম এবং অন্য দল ১৬তম। তালিকার শেষ তিন দল খুব বাজে ফুটবল না খেললে অবনমনের শঙ্কাতেও পড়তে পারত এ দুটি দল।

লিগে এত বাজে ফুটবল খেলা এ দুটি দলকে অবশ্য ইউরোপিয়ান মঞ্চে দেখা যাচ্ছে ভিন্ন মেজাজে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগে ফাইনালের পথে অনেক দূর এগিয়ে গেছে তারা। ওহ দল দুটির নামই তো বলা হলো না—ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার্স।

প্রিমিয়ার লিগে ১৪তম ইউনাইটেড ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে ৩–০ গোলে। ইংল্যান্ডেরই আরেক দল লিগ টেবিলে ১৬তম টটেনহাম ৩–১ গোলে হারিয়েছে নরওয়ের ক্লাব ক্লাব বোডো/গ্লিমটকে। ফাইনালে ওঠার পথে দুটি ইংলিশ ক্লাব বেশ এগিয়ে যাওয়ায় আগামী ২২ মে বিলবাওয়ের মাঠ সান মেমেসে ‘অল ইংল্যান্ড’ ফাইনাল দেখা যেতে পারে।

আরও পড়ুনএটাই ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে বাজে দল ১৪ এপ্রিল ২০২৫

ফাইনালের মাঠ সান মেমেসেই গতকাল রাতে সেমিফাইনাল প্রথম লেগে বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। এদিন প্রথমার্ধেই অবশ্য ম্যাচ একরকম শেষ করে দেয় ইউনাইটেড। ৪৫ মিনিটেই এগিয়ে যায় ৩–০ গোলে। শুরুটা করেন কাসেমিরো। ৩০ মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৩৫ মিনিটে বক্সের ভেতর ইউনাইটেড স্ট্রাইকার রাসমুস হয়লুন্দকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাওয়ের দানি ভিভিয়ান।

ইউনাইটেডের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ