যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর আদতে কী ঘটতে পারে বা ঘটছে, সেটা কখনোই অনুমান করা সম্ভব হয়নি, হবেও না। তিনি কি কোনো বিদেশি নেতাকে ভর্ৎসনা করবেন? বিশ্ববাজারে বড় ঝাঁকি দেবেন, নাকি প্রতিপক্ষের বিরুদ্ধে কড়া কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন? অনুমান করা বড়ই কঠিন।

তবে ১০০ দিনের বিশৃঙ্খল কার্যকলাপ দেখেশুনে একটি বিষয়ে অনুমান করাই যায়, ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাকে প্রায় রাজা-বাদশাহর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ৭৮ বছর বয়সী রিপাবলিকান রাজনীতিক ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, দ্বিতীয় মেয়াদটা আরও বেশি শক্তিশালী।’ তিনি যোগ করেন, ‘তাঁরা সব কাজ করে ফেলেন.

..আমি যখন করতে বলি, তাঁরা করে ফেলেন। তাই নয় কি?’

নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালে ক্ষমতা ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। ওই সময় ক্যাপিটল ভবনে ট্রাম্প–সমর্থকদের হামলা ও দাঙ্গার মতো লজ্জাজনক পরিস্থিতিতে ট্রাম্পকে বিদায় নিতে হয়েছিল। কার্যত একটি বিশৃঙ্খল মেয়াদ পার করার অভিযোগের অনুভূতি তাড়িত করেছে ট্রাম্পকে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই ক্যাপিটলে হামলায় জড়িত কয়েক শ কারাবন্দীকে মুক্তি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ। ওয়াশিংটন ডিসিতে, ১৯ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ