খুলনায় শিশু ধর্ষণ মামলার আসামি কারাগারে
Published: 21st, April 2025 GMT
খুলনার বটিয়াঘাটায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মিজানুর রহমান খোকনকে (৫০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাটিয়াঘাটা থানার ওসি মো. মনিরুল ইসলাম।
রবিবার (২০ এপ্রিল) রাতে মিজানুর রহমানকে উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৬।
ওসি মো.
আরো পড়ুন:
রাজশাহীতে অপহৃত শিক্ষককে উদ্ধার, গ্রেপ্তার ৪
শরিয়তপুরে ককটেল বিস্ফোরণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
র্যাব-৬-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার একটি গ্রামের দোকান থেকে খাবার কিনে বাড়ি ফিরছিল শিশুটি। পথিমধ্যে খোকন নামে এক ব্যক্তি শিশুটিকে তার বাবা ডাকছে বলে জানায়। এ কথায় শিশুটি তার সঙ্গে একটি পরিত্যক্ত ঘরে প্রবেশ করে। এসময় সেখানে থাকা কয়েকজন মিলে শিশুটিকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। গত ২০ এপ্রিল শিশুটির বাবা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেন।
এ ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র্যাব-৬-এর সদস্যরা বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় হস্তান্তর করে র্যাব।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল